20201118

Soumitra Chatterjee on Jyoti Basu

 ‘‘A magnetic personality’’

(published in Frontline, Volume 27, Issue 3, January 30-February 12, 2010) 



জননেতা জ্যোতি বসুর জীবনাবসানের পর তাঁকে নিয়ে ‘ফ্রন্টলাইন’ পত্রিকার একটি সংগ্রহে রাখার মতো সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার প্রতিটি লেখাই পাঠককূলের কাছে রসোত্তীর্ণ বিবেচিত হবে। অনেকেরই হয়তো মনে থাকবে, এই সংখ্যাতেই জ্যোতি বসু সম্পর্কে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য স্মৃতিচারণা প্রকাশিত হয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখাটি তৈরি করেছিলেন বিশিষ্ট সাংবাদিক সৃহৃদশঙ্কর চট্টোপাধ্যায়। স্মৃতিচারণাটির একটি আকর্ষণীয় অংশের অনুবাদ এখানে তুলে ধরলাম। পুরোটা পড়তেই সবাইকে অনুরোধ করবো। 

‘‘স্নেহাংশু আচার্য ছিলেন জ্যোতি বাবুর ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। তাঁরা বিলেতে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। এদিকে স্নেহাংশু আচার্য আবার সম্পর্কে আমার কাকা হন। উনি ছিলেন খুবই হাসিখুশি মানুষ। কলকাতায় একবার চলচ্চিত্র উৎসবের সময় ওনাকে দেখে আমি ছুটে গেলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই উনি আমাকে কলকাতা ক্লাবে ডিনারে নিয়ে যেতে চাইলেন। কিন্তু আমি কী করে যাই, জ্যোতিবাবু, উনি তখন মুখ্যমন্ত্রী, তখনও এসে পৌঁছাননি।


আমি কাকাকে সেকথা বোঝাবার চেষ্টা করছি, সেসময় জ্যোতিবাবু এসে পৌঁছলেন। কাকা সমস্ত রকম প্রোটোকল ভেঙে তাঁকে ডেকে বললেন, ‘‘এই যে জ্যোতি, একবার এদিকে এসো।’’ জ্যোতিবাবু কাকার উচ্ছ্বাস আর হাবভাব দেখে হেসে বললেন, ‘‘আচ্ছা, আসছি, আসছি!’’ ওঁরা ছিলেন ঘনিষ্ঠতম বন্ধু। জ্যোতিবাবু যখন আমাদের কাছে এলেন, তখন কাকা আমাকে দেখিয়ে বললেন, দ্যাখো জ্যোতি, এর কোন কারণ নেই যে (তুমি এসেছো বলে) এই ছোকরাকে হাসিহাসি মুখ করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ওকে ডিনারে নিয়ে চললুম। তোমাকেও ইনভাইট করছি, কিন্তু আমি জানি, তুমি এখন যেতে পারবে না।’’ 

এটা শুনে জ্যোতিবাবু হাসতে শুরু করলেন এবং আমার দিকে ঘুরে বললেন, ‘‘যাও, যাও, এখানকার চেয়ে ওখানে খাবার অনেক বেশি ভালো।’’

 


“One of Jyoti Babus closest friends was Snehangshu Acharya. They studied together in England. Snehangshu Acharya was an uncle of mine. He was a very jolly man. During one of the film festivals in Calcutta, I ran into him and he immediately wanted to take me away to have dinner in Calcutta Club. But I could not leave, as Jyoti babu, who was by then the Chief Minister, had not yet arrived. 

As I was trying to explain this to my uncle, Jyoti Basu walked in. Breaking all protocol, my uncle called out to him, Hey, Jyoti come over here. Jyoti babu was smiling at his exuberance and gesturing, Yes, I'm coming, I'm coming. They were the best of friends. When he walked up to us, my uncle said, Jyoti, there is no point in this boy hanging around here with a fixed smile on his face. I'm taking him out for dinner. I would have invited you, too, but I know you cant leave now.

At which Jyoti Basu laughed and, turning to me said, Go on, the food is much better out there than here.” 

(As told to Suhrid Sankar Chattopadhyay)

 


Courtesy: 

https://frontline.thehindu.com/other/article30179261.ece