20171226

৬ই ডিসেম্বর — অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

সূর্য মিশ্র

আজ থেকে ২৫ বছর আগে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেছিল সঙ্ঘ পরিবারের করসেবকরা।  ওই দিনটি ভারতের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন। আজকের ভারতে সেই সাম্প্রদায়িক ও দক্ষিণপন্থী শক্তি বেপরোয়া হয়ে উঠেছে। এই বিপদকে প্রতিহত করতে পারে গণসংগ্রাম ও গণপ্রতিরোধ। সেজন্য প্রস্তুত হতে হবে সংগঠনকে । সে কথাই লিখেছেন লেখক।

এবারের ৬ই ডিসেম্বর কালাদিবসের তাৎপর্য অন্যান্যবারের তুলনায় অ‍‌নেকখানি আলাদা। ২৫ বছর ও ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকারের মৃত্যুবার্ষিকী ছাড়াও যেটা মনে রাখা দরকার যে নানাবিচারে এবছর, ৬ই ডিসেম্বরের প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিতে আমাদের একটা অগ্নিপরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হবে। তামাম দুনিয়ার পটভূমিটাই দ্রুত বদলাচ্ছে।

হোয়াইট হাউসে এর আগে ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপতি এই প্রথম। ঠিক যেমন ভারতে মোদীর মতো একজন প্রধানমন্ত্রী বা উত্তর প্রদেশে যোগীর মতো মুখ্যমন্ত্রী। এরা সবাই কার্যত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ট্রাম্পের ঘোষণা আমেরিকা কেবল শ্বেতাঙ্গ আমেরিকানদের জন্য। ব্রিটেনের প্রধানমন্ত্রী মুখে যাই বলুন না কেন ব্রেক্সিটের মূল কথা হলো ব্রিটেন কেবল ব্রিটিশদের জন্য। মোদীর ভারত মানে হিন্দুস্থান কেবল হিন্দুদের জন্য। ইউরোপের সাংসদদের প্রায় এক-তৃতীয়াংশ এখন নিজ নিজ দেশের উগ্রদক্ষিণপন্থী ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্ব করেন। ‘মান্থলি রিভিউ’ পত্রিকার সম্পাদকীয় (১লা জুন, ২০১৭) রচনায় জন বেলামি ফস্টার যে নামে ডাকা হোক না কেন সাধারণভাবে এদের সকলের আর্থ-সামাজিক গণভিত্তি, রাজনীতি এবং বংশপঞ্জির অনুসন্ধান করেছেন। দেখা যাচ্ছে যে উগ্র ফ্যাসিবাদী ইতালীয় দার্শনিক জুলিয়াস ই‍‌ভোলা (Julius Evola) (১৮৯৮-১৯৭৪) মুসোলিনিকে জাতি, জাতিবাদ ও তাঁর মতবাদের পক্ষে প্রভাবিত করতে সক্ষম হন। তিনি কেবল দর্শন নয়, রাজনীতি, অর্থনীতি-আধাসামরিক দলীয় সংগঠন এমন কি সামরিক বিষয়েও মুসোলিনির পরামর্শদাতা হিসাবে কাজ করতে করতে জার্মানিতে হিটলারের উত্থানের সময় নাৎসিবাদকেই ইতালির তুলনায় উন্নততর ফ্যাসিবাদ বলে চিহ্নিত করেছিলেন। ১৯৪৩ সালে মুসোলিনির পতনের সময় তিনি বার্লিনে হিটলারের জেনারেল হেড কোয়ার্টারেই অবস্থান কর‍‌ছিলেন। যুদ্ধোত্তর পর্বে তিনিই ইউরোপ থেকে আমেরিকার সমস্ত নয়া ফ্যাসিবাদীদের ‘আধ্যাত্মিক জনক’ (স্পিরিচুয়াল ফাদার) হিসাবে স্বীকৃতি পেয়ে‍‌ছিলেন। ইভোলার রচনাবলি ও জীবনীকারদের বিবরণ এই প্রবন্ধের আ‍‌লোচ্য বিষ‌য় নয়। এককথায় তিনি ফ্যাসিবাদের পরাজয়ের কারণগুলি থেকে শিক্ষা নিয়ে ভুলত্রুটিমুক্ত বিশুদ্ধ ফ্যাসিবাদের দিশারি বলে তাঁর অনুগামীদের কাছে স্বীকৃতি পেয়েছেন। অধুনা পরিত্যক্ত ডোনাল্ড ট্রাম্পের প্রধান উপদেষ্টা স্টিভ ব্যানন তথা আমেরিকার ফ্যাসিবাদের নবতম সংস্করণ ‘অলট-রাইট’ অর্থাৎ বিকল্প দক্ষিণপন্থীদের ইভোলার উত্তরসূরি বলা যায়। এই ধারাবিবরণীর সঙ্গে মোদী বা মোহন ভাগবতের প্রত্যক্ষ সম্পর্ক নেই। এঁদের পূর্বসূরি মু‍‌ঞ্জে যখন মু‍সোলিনির ইতালিতে ফ্যাসিবাদের পাঠ নিতে গি‍‌য়েছিলেন তখন তাঁদের গুরুর গুরুদেব ইভোলারের সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ হয়েছিল কিনা সেটা গবেষণার বিষয়বস্তু হতে পারে। ৬ই ডিসেম্বরের ২৫ বছরে যা প্রাসঙ্গিক তা হলো বিশ্বব্যাপী বর্তমান (২০০৮-১৭) দীর্ঘ সময় জুড়েমন্দার প্রেক্ষাপটে ফ্যাসিবাদের অধুনা প্রজন্মের উত্থান যা প্রায় নয় দশক আগের মহামন্দা কবলিত ইউরোপে ফ্যাসিবাদের উদ্ভবের ঘটনা‍কে মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক লগ্নিপুঁজির বিশ্বায়ন নয়া উদারবাদী অর্থনীতিজনিত সংকট, বৈষম্য ও বেকারির বিপুল বৃদ্ধি, ধান্দার ধনতন্ত্রর অবাধ লুটতরাজ ও ক্রমবর্ধমান জনরোষকে উগ্র দক্ষিণপন্থা বিভাজনের রাজনীতিকে ব্যবহার করে বিপথে পরিচালিত করতে মরিয়া হয়ে পড়েছে।

কর্ণাটকের উদুপিতে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে মোহন ভাগবতের ঘোষণা আসলে দেশজোড়া সাম্প্রদায়িক মেরুকরণ ও সংঘাতকে তীব্রতর করার মরিয়া আর্তনাদ। এবছর ৬ই ডিসেম্বরের প্রেক্ষাপটে এটাই হলো নবতম সংযোজন। আসলে গুজরাট ও তার পরবর্তী রাজ্য বিধানসভার নির্বাচনগুলিতে যে কোনও মূল্যে ওঁদের সোনার হরিণ চাই। অযোধ্যার বিতর্কিত জমিতেই রামমন্দির চাই। যেখানে বাবরি মসজিদ ছিল তার পুরোটাই চাই। সেখানে অন্য কোনও কাঠামো না-থাকা চাই। দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকলেও কুছ পরোয়া নেই। রায়ের জন্য অপেক্ষা করা তো দূরের কথা শুনানি শুরু হওয়ার পূর্বেই চাপ সৃষ্টির অসদুদ্দেশ্যে মন্দির নির্মাণের সময়সূচি ঘোষিত হয়েছে। শেষপর্যন্ত কবে কি হয়, হ‍‌বে তা নিয়ে আশঙ্কার কারণ রয়েছে। ৫ বছরে বাবরি মসজিদ ভাঙার প্রত্যক্ষ মদতদাতাদের গুজরাট গণহত্যার নায়কদের কারুর কোনও সাজা হয়নি। গোরক্ষকবাহিনী, অ্যান্টি রোমিও স্কোয়াড, লাভ জিহাদের অভিযোগ তুলে স্বনিযুক্ত খাপ পঞ্চায়েতসহ সঙ্ঘ পরিবারের নানান নামে বিভিন্ন অবতারের নিজস্ব ঘাতকবাহিনী মৃত্যুদণ্ডের রায় দিচ্ছে ও তা কার্যকর করছে। গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড যে নরেন্দ্র দাভোলকার বা গোবিন্দ পানসারের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পুনর্নির্মাণ মাত্র। কেবল সংখ্যালঘু নয় দলিত, আদিবাসী, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, নারী, শিশু এদের রামরাজত্বে কারুর রেহাই নেই। দেশের সংবিধান, আইনকানুন, বিচারব্যবস্থা, সংসদ, সংবাদমাধ্যম ইত্যাদি কোনও কিছু পরোয়া করার দরকার নেই। রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধানের মৌলিক কাঠামোটাই পাল‍‌টে ফেলার অভিযান শুরু হয়েছে। এসব নিছক একনায়কতন্ত্র নয়। কোনও সন্দেহ নেই যে এটা ধান্দার ধনতন্ত্রের বর্তমান পর্বে—লগ্নিপুঁজির সর্বাধিক প্রতিক্রিয়াশীল অংশের সন্ত্রাসমূলক একনায়কত্বের পথে যাত্রার সূচনা মাত্র। এই একনায়কত্ব আমাদের ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের সব চাইতে নির্ভরযোগ্য মিত্রের প্রতিনিধিত্ব করে। এদের হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাপেক্ষা উগ্র জাতীয়তাবাদী অবস্থানের পরিপূরক।

এসবের অর্থ এই নয় যে ভারতে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। একটি ফ্যাসিবাদী দলও এককভাবে কেন্দ্রে যদি সরকার গঠন করে তাতে রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে তাদের পরিকল্পিত অনুপ্রবেশ বৃদ্ধি পাবে যেমনটা এখন হচ্ছে। কিন্তু সেটাই ফ্যাসিবাদী রাষ্ট্রগঠনের জন্য যথেষ্ট নয়। ভারতে চিরায়ত অর্থে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা অসম্ভব যদি তা কোনও সাম্রাজ্যবাদী দেশের ফ্যাসিবাদী রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে সামরিক জোটের শরিক না হয়। এসব তাত্ত্বিক বিতর্কের চাইতে নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিস্থিতিতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সম্ভাবনার উপাদানগুলির সুনির্দিষ্ট বিশ্লেষণের গুরুত্ব বেশি। যে সব দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, যেমন ইতালি ও জার্মানিতে, তাদের মধ্যে ফ্যাসিবাদের রূপ এক ও অভিন্ন ছিল না। তার চাইতেও গুরুত্বপূর্ণ হলো ফ্যাসিবাদী প্রবণতার বিকাশের প্রথম লক্ষণগুলি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার গতিরোধ করতে ব্যাপকতম প্রতিরোধের মঞ্চ গড়ে তোলা। কবে ফ্যাসিবাদ পূর্ণাঙ্গ রূপে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে তার অপেক্ষায় দিবানিদ্রার বিলাসিতার অর্থ হলো ফ্যাসিবাদের পথ সুগম করে দেওয়া। সাম্প্রদায়িক মেরুকরণের বিপদ এখনই দরজায় কড়া নাড়ছে। ভারতে ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা আমাদের প্রতিবেশী পাকিস্তান বা বাংলাদেশের চাইতে বেশি। সঙ্ঘ পরিবার ও কেন্দ্রীয় শাসকদলের কল্যাণে আমাদের দেশসহ প্রতিবেশী দুই দেশে আই এস আই এস এবং অন্যান্য মুসলিম সন্ত্রাসবাদী শক্তিগুলির ভিত্তি প্রসারিত হচ্ছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক মেরুকরণ, সংঘাত, দাঙ্গার প্রতিটি ঘটনা এদেশে হিন্দুরাষ্ট্রের ধ্বজাধারীদের শক্তি জোগাবে। বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলি দুদিক থেকে আক্রান্ত হবে। জাতি, ধর্ম, ভাষার ভিত্তিতে পরস্পরের মধ্যে সংঘাতে লিপ্ত জনগণের জীবন-জীবিকার সংগ্রামে যে জোয়ার সৃষ্টির সম্ভাবনাময় পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির আর্থিক নীতি ও দুর্নীতির ফলে সৃষ্টি হয়েছে সেগুলি পর্দার আড়ালে চলে যাবে। সেগুলি দমনপীড়নের জন্য রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন হবে না। তখন নোট বাতিল, জি এস টি, খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান, দুর্নীতি ইত্যাদি ইস্যুগুলিকে চাপা দেওয়ার জন্যই ধান্দার ধনতন্ত্রের উপাসকদের রামমন্দির নির্মাণের এই বেপরোয়া তোড়জোড়। প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধোন্মাদনা সৃষ্টি ষোলকলা পূর্ণ করবে।

সারা দে‍‌শে এখন যা ঘটছে তার বাংলা সংস্করণের প্রকাশ ২০১১ সালে। সিঙ্গুরে ‘অনিচ্ছুক’ কৃষকদের জমি ফেরত দেওয়ার বিল দিয়ে প্রস্তাবনা — যে জমিতে এখন যে কেউ সরষে ফুল দেখতে পারেন। শিল্পে খরা, কৃষকের আত্মহত্যা, বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, টেট থেকে চিট ফান্ড কেলেঙ্কারি। সর্বোপরি স্বৈরাচার ও সন্ত্রাসের রাজত্বে হামলা, মিথ্যা মামলা, ধর্ষণ, খুন, নির্বাচনে প্রহসন দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়ালো। এসবের মধ্যে সঙ্ঘের শাখা ও কর্মতৎপরতা নিরাপদ আশ্রয়ে বিস্তার লাভ করছিল। সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা খাগড়াগড়ে শাসকদলের অফিসের ওপরতলায় ঠাঁই পেল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী দিল্লির লাড্ডু নিয়ে এলেন মুখ্যমন্ত্রীর জন্য। প্রতিদানে বি জে পি রাজ্যে আবার ২টি আসন পেল। মুখ্যমন্ত্রী আদাজল খেয়ে নামলেন বি জে পি-কে প্রধান বিরোধীদলের জায়গা করে দিতে। শুরু হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার গড়াপেটা ম্যাচ। ধুলাগড়ে শাসকদলের এক হিন্দু বিধায়ক অপরদিকে এক মুসলমান বিধায়ক টস করে মাঠ ভাগ করে নিলেন। শাসকদলের দুই বিধায়কের অবাধ বিচরণ ক্ষেত্রে দুই বামপন্থী সাংসদ সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিমের শান্তি মিছিল আটকানো হলো। এরকম অনেক ধুলাগড়, নোয়াপাড়া, বসিরহাট, চোপড়া, ধূপগুড়ির উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। তাই জ্যোতি বসু যাদের অসভ্য বর্বর বলেছিলেন, সেই বি জে পি মুখ্যমন্ত্রীর ভাষায় তাঁদের ‘স্বাভাবিক মিত্র’ — আগেও ছিল, এখনো আছে। ট্রাম্প, মোদী বা ইনি যে অদৃশ্য সূত্রে সাতপাকে বাঁধা তার পোশাকি নাম ধান্দার ধনতন্ত্র বা ক্রনি ক্যাপিটালিজম। এঁদের সবার স্বামী-স্ত্রী, মেয়ে-জামাই, পুত্র-পুত্রবধূ, ভাই-ভাইপোরা সেই অর্থে একই পরিবারভুক্ত। কেউ বড় শরিক, কেউ মেজো আবার কেউ বা নিতান্তই ছোট শরিক মাত্র। তাই হাস্যকর হলেও এটাই সত্য যে ট্রাম্প যেমন ক্রনি ক্যাপিটালের বিরুদ্ধে প্রকা‍‌শ্যে যুদ্ধ ঘোষণা করেন বা মোদী যেমন কালো টাকা উদ্ধারের জন্য চোখ ছলছল করে ফেলেন ইনি তখন রাজ্যে বুথপিছু গড়ে ১০৫ জনের কাজ দিয়ে দিয়েছেন বলে দাবি করতে পারেন। প্রতি ঘণ্টায় ১৫৪জন কাজ পেয়েছেন! পাহা‍‌ড়, জঙ্গলমহল, সুন্দরবন, ডুয়ার্স — সবাই হাসছে তো হাসছেই। এমন কি যাদবপুর, বেহালার পৈশাচিক লালসার শিকার শিশুকন্যার পরিবার, স্বাস্থ্যভবনে বিক্ষোভরত কর্মচারীর মৃতদেহ, ডেঙ্গুতে মৃত বা আত্মঘাতী কৃষকের পরিবার, বন্ধ চা বাগান ও কলকারখানার শ্রমিক কাঁদলেও রাজ্যজুড়ে অট্টহাসির কলরোলের তা এত তুচ্ছাতিতুচ্ছ যে সব চাপা পড়ে যাচ্ছে। হাসাহাসির তালিকা এত দীর্ঘ যে তার স্থান সংকুলান করা এই পরিসরে অসম্ভব। গোয়েবলসীয় প্রচার এখন ‘উত্তর সত্য’ নাম ধারণ করেছে। সংকট জর্জরিত জনগণের সামনে ইন্দ্রজালের কায়দায় সবরকম প্রচারমাধ্যম ব্যবহার করে মিথ্যার মোহজাল নির্মাণের প্রতিযোগিতার অবিচ্ছেদ্য অংশ হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা।

কেবল এসবের সাতকাহন নিয়ে এবারের ৬ই ডিসেম্বর নয়। এবার ৬ই ডিসেম্বর এসবের বিকল্প নির্মাণের শপথ নেওয়ার দিন। উত্তর সত্যের বিপরীত নির্মাণ। সত্য হলো মার্কিন মুলুকে ট্রাম্পের চাইতে জনসমর্থনের ঢল বার্নি স্যান্ডারস-এর দিকে যিনি সমাজতান্ত্রিক বিকল্পের কথা বলেন। তিনি প্রার্থী হলে ট্রাম্প হয়তো পরাস্ত হতেন। ব্রিটেনে বিরাট জয়ের লক্ষ্য নিয়ে থেরেসা মে মধ্যবর্তী নির্বাচনের ডাক দিলেন। তাঁর শক্তি ক্ষয় হলো। শক্তি বাড়লো করবিনের নেতৃত্বে লেবার পার্টির যিনি টনি ব্লেয়ারের নয়া উদারবাদী নীতির বিরোধী। ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থীদের সমর্থনে লি পেঁ-কে আটকে দেওয়া গেছে। বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শিবিরের দ্বন্দ্ব যা এতদিন স্তিমিত ছিল তাতে এখন চিড় ধরেছে। ভেনেজুয়েলা, নিকারাগুয়া, ইকুয়েডরে বামপন্থীদের জয় জয়াকার। লড়াইয়ের সামনের সারিতে কিউবা। আছে বলিভিয়া, ব্রাজিল। স্পেন, গ্রিস, সাইপ্রাসে বামপন্থীরা এগচ্ছে। আমাদের দেশের রাজধানীতে পার্লামেন্ট স্ট্রিট কার্যত প্রথমে শ্রমিক ও পরে কৃষকরা, সবমিলে ৫দিন দখল নিয়েছিল। রাজ্যে নবান্ন অভিযান বি পি এম ও-র পদযাত্রা, সংগ্রামের নতুন দিগন্তের সন্ধান দিয়েছে। কলকাতা এখন প্রায়শ শ্রমিক, উদ্বাস্তু, আদিবাসী, সামাজিক ন্যায়মঞ্চ লোকশিল্পী, যুব, প্রতিবন্ধী কোনও না কোনও মিছিলে কল্লোলিত হচ্ছে। কিন্তু সামনে অগ্নিপরীক্ষা। ‘তৃণমূল হঠাও বাংলা বাঁচাও, বি জে পি হঠাও দেশ বাঁচাও’ এই আহবান এখন আরও প্রাসঙ্গিক। সংগ্রাম ও সংগঠন গণপ্রতিরোধের জন্য প্রস্তুত কিনা তার পরীক্ষা দিতে হবে। এবারে ৬ই ডিসেম্বর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শপথ দিবস।

গণশক্তি, ৬ই  ডিসেম্বর ২০১৭

তুমুল তিমিরে লেখা হবে নতুন সংগ্রামের আলেখ্য


শ্যামল চক্রবর্তী

রাজ্যের অসংখ্য গ্রাম-শহর ছুঁয়ে শেষ হয়েছে বি পি এম ও-র পদযাত্রা। জনজীবনের ১৭ দফা দাবি নিয়ে এই পদযাত্রাকে কেমনভাবে গ্রহণ করলেন এরাজ্যের জনগণ? সেই অভিজ্ঞতাই তুলে ধরেছেন লেখক।
অসংখ্য গ্রাম শহর নগর অতিক্রম করে ৩রা নভেম্বর পদযাত্রা প্রবেশ করল কলকাতা মহানগরীতে। বি পি এম ও-র ঘোষিত কর্মসূচি ছিল মানুষের কাছে যাও যে মানুষ টানে দাঁড় ধরে থাকে হাল মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে। যে মানুষ শুধু দুটি অন্নখুঁটি কোনও মতে কষ্টক্লিষ্ট প্রাণ বাঁচিয়ে রেখেছে তাদের কাছে যেতে হবে। এসেছেন আদিবাসী যুবক ওরা শতাব্দীর পর শতাব্দীজুড়ে বংশ বংশ ধরে অরণ্যচারী, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে অরণ্যের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে জমির পাট্টা। ওরা ছড়িয়ে আছে বীরভূমে, বাঁকুড়ায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এক কথায় জঙ্গলমহলে। ছদ্মবেশী তৃণমূল আর মাওবাদীদের অশুভ আঁতাতে জঙ্গলমহল ছিল রক্তাক্ত। ওরা মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে মানুষকে দাসত্বের পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করেছিল। এখন মাওবাদীদের মুখোশের প্রয়োজন ফুরিয়েছে। খোলাখুলি আত্মপ্রকাশ করেছে তৃণমূলী জল্লাদবাহিনী। সেই জঙ্গলমহলের অত্যাচারিত মানুষেরা এসেছেন। এসেছেন সারা শরীরে রক্তের দাগ নিয়ে। তাদের সারা প্রান্তরে এখন বিষাদের ছায়া। অসংখ্য মানুষের কান্নার ছায়ায় বাতাস ম্রিয়মান। লাল পতাকা আজ তাদের করতলে এক বিশ্বাসী হাতিয়ার। তাদের মহিমান্বিত কণ্ঠস্বরে জীবন জয়ের গান।
২০০৬ থেকে ২০১০ মাত্র এই চার বছরে একমাত্র ঝাড়গ্রাম মহকুমাতে খুন হয়ে গিয়েছিল ২৫৫জন সি পি আই (এম্) ও বামপন্থী কর্মীরা।
অভিজিৎ মাহাতো অফুরন্ত প্রাণপ্রাচুর্যে ভরা তাজা টগবগে এক তরুণ এস এফ আই কর্মী, বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল ওর শরীর। ফুলবনী মাণ্ডি কালো পাথরে খোদাই করা এক ছিপছিপে তরুণী, স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি নিয়েছিল দিনবদলের স্বপ্ন দুচোখে মেখে। এস এফ আই-র পতাকা হাতে উচ্চকিত স্লোগানে আদিবাসী মূলবাসীদের চেতনার কন্দরে পৌঁছে দিত আশার আলো, সংগ্রামের মহামন্ত্রধ্বনি। অন্ধকার গহ্বর থেকে হিংস্র পশুরা বেরিয়ে তার ওপর হামলা চালিয়েছিল। তারপর ২৬ বছর বয়সী অর্ধমৃত ফুলবনী মাণ্ডিকে জীবন্ত কবর দিয়েছিল।
তাতেও তাদের রক্ত তৃষ্ণা মেটেনি। শালকু সোরেন এক আদিবাসী কৃষক, রুক্ষ মাটির বুকে সোনার ফসল ফলাতো, দুন্দুভি বাজিয়ে হায়দরী হাঁক দিয়ে সে জানাতো ইন কিলাবী আহ্বান। শালকু সোরেনের লাশ ফেলে দিল ওরা পাশবিক উল্লাসে। গোটা এলাকা ঘিরে রেখে দিল, আত্মীয়স্বজনকেও স্পর্শ করতে দিল না। চারদিন ধরে লাশ পচলো ফটোগ্রাফারদের সামনে। শোকার্ত শালকু সোরেনের স্ত্রীকে চোখের জল মুছিয়ে দেওয়ার অবকাশও দিল না ওরা। সদ্য বিধবা শালকুর স্ত্রীকে বন্দুকের ডগায় তৃণমূলের মিছিলে জোর করে নিয়ে যাওয়া হলো। তখন ছত্রধর মাহাতোর ডেরায় তৃণমূল নেত্রীর নিত্য আসা যাওয়া।
এ রাজ্যে আছে সাতাত্তর হাজার বুথ। আমরা বুথএই শব্দটি ব্যবহার করছি এই কারণে যে গ্রাম বা শহরে সবচেয়ে ক্ষুদ্রতম এলাকা চিহ্নিত করা সম্ভব ঐ বুথশব্দটির মধ্য দিয়ে। এই মুহূর্তে সাতাত্তর হাজার বুথই হবে আমাদের পাখির চোখ। গ্রিক পুরাণের একটি চরিত্র অ্যান্টি‌য়ুস। তিনি ছিলেন অপরাজেয় বীর। পৃথিবী ছিলেন তার মা। তাই যতক্ষণ মাটিতে পা থাকত তাকে পরাজিত করার ক্ষমতা কারও থাকত না। হারকিউলিস তাকে মাটি থেকে তুলে নিয়েছিলেন। সেই মুহূর্তে অ্যান্টিয়ুস শক্তি হারিয়ে ফেলেন। তাকে হত্যা করতে হারকিউলিসের কোনও সমস্যা হয়নি। আমাদেরও শক্তির উৎস ঐ মাটি। যে মাটির সন্তান মানুষ। কোনও যাত্রাপালার মাটি মানুষ নয়। মানুষের সঙ্গে আছে জীবন্ত, চলমান সম্পর্ক। মাও-সে-তুঙ একটু অন্যভাবেই বলেছেন জলের মধ্যে মাছের মতো বিচরণ করতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই আমরা শক্তিহীন হয়ে পড়বো।
মানুষের জন্যই আমাদের বেঁচে থাকা। মানুষের জন্যই আমাদের সংগ্রাম। আর সেই সংগ্রামের অন্তস্তলে মানুষের আসনে আসীন শ্রমিক-কৃষক-খেতমজুর, আদিবাসী গরিব সংখ্যালঘু মানুষ। প্রধানত এই মানুষের জন্যই অন্ধকার দারিদ্রের হিমকুঞ্চিত যবনিকা ছিঁড়ে ভোরের আলোর মতো একফালি উজ্জ্বল রৌদ্র ছিঁড়ে আনার জন্য আমাদের সংগ্রাম।
গ্রামে কৃষক, খেতমজুর, আর অন্য রাজ্যে দৈনিক মানুষের কাজে যোগ দিতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবার। তাদের কাছেই আমরা গিয়েছি। লাল পতাকা হাতে নিয়ে মানুষগুলো ছুটে এসেছেন জল নিয়ে, বুনোফুলের পাপড়ি ছড়িয়েছেন আমাদের চলার পথে। স্বজন হারানোর যন্ত্রণা নিয়ে তারা এসে দাঁড়িয়েছিলেন আমাদের পাশে। লাল পতাকা তাদের চেতনার কন্দরে নিয়ে এসেছে বিশ্বাসের বারুদ।
আমরা বলেছি চল্লিশ হাজার গ্রাম আছে আমাদের রাজ্যে। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলিতে এখন নিঃসীম শূন্যতা, লাল পতাকার মিছিল বুকের মধ্যে এক প্রাণবন্ত যৌবন জন্ম দিয়েছে।
গ্রামের পর গ্রাম ঘুরেছে পদযাত্রীরা। দুহাত উঁচু করে ছুটে এসেছে আধা উলঙ্গ শিশু, নিরন্ন মা, বুভুক্ষু বাবা। তার মাঠভরা সোনালি ফসল, তবুও তার মুঠো ভরে যায় ঋণে। তাদের প্রত্যয় আমাদের মিলিত সংগ্রামে আমরাই ফলাতে পারি স্বস্তির সোনালি ফসল। লাঙলের ফালে ক্লান্ত বিশ্রাম মেখে তারা এসেছেন। তা‍‌দের রক্ত মাংস হাড়করোটির কষ্ট নিয়ে, রক্ত ধোয়া হৃদয় নিয়ে তারা কলকাতায় এসেছেন। শোষকেরা চায় আমাদের কৃষকরা শূন্য পাকস্থলী আর ক্ষয়াকাশ নিয়ে মাঠে ফিরে যাক।
বি পি এম ও-র দাবি ছিল কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। এটাই ন্যূনতম ক্রয় মূল্য হওয়াই উচিত। কিন্তু তা হয়নি। কে শুনবে কৃষকের যন্ত্রণাকাতর কণ্ঠস্বর। মহাজনের ঋণ শোধ করতে পারছে না কৃষক। কৃষকের কষ্টে রক্তে ঘামে যে ফসল খেতে লালন করেছে সে ধান কৃষকের অঙ্গনে ওঠে না। শুধু ওঠে শস্যের ঋণ। তাই সারা দেশের ৩ লক্ষ কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সারা দেশের তীব্র হাহাকারের মধ্যে দাঁড়িয়েও ৩৪ বছর ধরে আমাদের এই বাংলায় বাম সরকার ডানা মেলে কৃষকের শক্তি জুগিয়েছে সাহস সঞ্চার করেছে। একজনও কৃষক এ বাংলায় আত্মহত্যা করেনি। কিন্তু তৃণমূল সরকার আসার পরেই একশোরও বেশি কৃষক ফলিডল খেয়েছে, বিষ খেয়েছে, গলায় দড়ি বেঁধে গাছের ডালে ঝুলে পড়েছে। বি পি এম ও এ রাজ্যে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। অন্য অংশের খেটেখাওয়া মানুষের পায়ে পা মিলিয়ে রৌদ্রে পোড়া জোছনায় ভরা, প্লাবনে ভাসানো মাটি পায়ে পায়ে অতিক্রম করে আগামীদিনের যুদ্ধারম্ভের প্রস্তুতি ঘোষণা করেছে।
পুরুষের পাশাপাশি হেঁটেছেন মহিলারা। কারও মা, কারও স্ত্রী, কারও বোন নেমে এসেছেন সংগ্রামের প্রশস্ত রাজপথে। মানুষ নিদ্রাহীন তন্দ্রার মধ্যে ধর্ষিতার কাতর আর্তনাদ শুনতে পান প্রতিদিন। দিল্লির নির্ভয়া, উত্তর প্রদেশের আই এ এস পাঠরতা পুলিশ অফিসারের তরুণী কন্যা, দলিত কিশোরী কামদুনির ছাত্রী, পার্ক সার্কাসের সুজেটা, হাজরার মোড়ে ফুঁসে ওঠা বাঁকুড়ার ধর্ষিতা কিশোরী কন্যার মা, রায়গঞ্জে বিছানা থেকে তুলে নিয়ে যাওয়া আদিবাসী কিশোরী সংখ্যা বেড়ে যায় ক্রমাগত। তিন বছরের কিশোরী কন্যা থেকে ৭৩ বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী রেহাই নেই কারও। এ লজ্জা আমরা রাখব কোথায়? সকলেমি‍লে তৈরি করতে হবে প্রতিরোধের দেওয়াল। ভষ্ম, অপমান, শয্যা ছে‍‌ড়ে মাথা তুলতে হবে আমাদের। স্বাধীনতার ৭০ বছর পর যখন যৌবন উৎসবে মেতে ওঠার কথা তখন যৌবন পথের ধুলায় দলিত মথিত হয়।
বি পি এম ও স্লোগান তোলে সব হাতে কাজ চাই। খেতমজুরদের হাতে কাজ নেই, খুব‍‌ বেশি কাজ পেলে বছরে দুমাস থেকে পাঁচ মাস। বাকি মাসগুলো শুধু হাহাকার ভরা অনাহারী দিনমান। গ্রামীণ মজুরেরও কাজ নেই দিনের পর দিন, মাসের পর মাস। যুবক-যুবতী মধ্যবয়সী এমনকি ষাটোর্ধ্ব বৃদ্ধরাও যে গ্রামেরই হোক বা শহরেরই হোক এখন তারা কাজ চায়। প্রতিদিন তারা স্বপ্ন দেখে আগামীকালের। প্রতিদিন আসবে কাজ, ব্যবহৃত হবে তার মস্তিষ্ক, আসবে উচ্ছ্বসিত দিন। দুহাতে অঞ্জলিভরে নেবে যা কিছু তার প্রাপ্য। তাই তারা হাতে তুলে নিয়েছে লাল পতাকা, তার হাতের পাঞ্জায় বিদ্যুৎ ঝলসে ওঠে। জ্বলে ওঠে তাজা বারুদ বহ্নি।
১০দিন ধরে পদ যাত্রার পর উত্তর বাংলার বিভিন্ন গ্রাম শহর অতিক্রম করে পদযাত্রা প্রবেশ করেছিল ১লা নভেম্বর শিলিগুড়ি শহরে। সেদিন শিলিগুড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছিল শুধু উদ্দাম কলরব। বিভেদের কুমন্ত্রণায় উত্তর বাংলার আকাশ এখন পীড়িত। পাহাড় জ্বলছে, জ্বলছে দাবানলের মতো। কাঞ্চনজঙ্ঘার গায়ে রক্তের ছাপ, পাহাড়ি পথে রক্তের আলপনা। ‘‘গোর্খাল্যান্ড’’ এই শব্দটি জিইয়ে রেখেছে এই তৃণমূল সরকার। জাহান্নামের আগুনে বসে মোনালিসার হাসি হাসছেন মোদী-মমতা। জিয়ল মাছের মতো গোর্খাল্যান্ড শব্দটি জিইয়ে রাখা হয়েছে। হিন্দু ও মুসলমান দুই সম্প্রদা‍য়ের মধ্যে মেরুকরণ তো করছেই এবারে তার সঙ্গে যোগ করা হয়েছে বাঙালি ও নেপালির মধ্যে বিভাজন। উসকে দেওয়া হয়েছে গ্রেটার কোচবিহারের দাবি। সারা উত্তর বাংলাকে নিয়ে ছিনি‍মিনি খেলছে তৃণমূল-বি‍‌ জে পি। সাড়ে ৪ লক্ষ চা শ্রমিকদের ঐক্যবদ্ধ ধর্মঘট উত্তরবাংলার পাহাড়ি, সমতলবাসী, বনবাসী, আদিবাসী, চা শ্রমিক, কৃষক সকল অংশকে নিয়েই চলমান পদযাত্রা উত্তর বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির সেতু রচনা করেছে।
১লা নভেম্বর শুরু হয়েছিল মহানন্দার তীর থেকে গড়ানো দুপুরে। অফুরন্ত মানুষের সমাবেশে অফুরন্ত, প্রাণবন্ত মিছিল শেষ হলো শেষ বিকেলে দিগন্তে রক্ত গোলাপের ম‍‌তো উজ্জ্বল আলো লাল পতাকায় মেখে নিয়ে।
আমাদের ঘোষিত লক্ষ্য ৭৭ হাজার বুথ এলাকা। আমরা ৭৭ হাজার বুথে পৌঁছাবই। আমরা জানি ১২দিন পদযাত্রায় ৭৭ হাজার বুথে পৌঁছানো যায় না। এ‍ই ১২দিন আমরা একটা পর্যায়ে অতিক্রম করলাম। প্রায় ৫০ থেকে ৬০ ভাগ বুথ অতিক্রম করেছি। বাকি বুথগুলো লাল ঝান্ডার স্পর্শের জন্য অহল্যার মতো অপেক্ষা করছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাস জুড়ে আমাদের পদযাত্রা চলবে। যেখানে আমরা পৌঁছাতে পারিনি সেখানেও চলতে চলতে পৌঁছে যাব। আমাদের বিরাম নেই বিশ্রাম নেই। মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। যে মানুষ মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতোআকাশের পাখির মতো অগণন। যাঁরা ভীরু, যাঁরা বীর, যাঁরা নিরক্ষর, যাঁরা শিক্ষিত, যাঁরা ধ্বংস করে, যাঁরা সৃষ্টি করে, তাঁদেরই জন্য আমাদের সংগ্রাম। তাঁদের জীবনেই আমাদের জীবন মেলাতে হবে। মানুষ অন্তরময়। অন্তর মেশালে তবে তাঁর অন্তরের পরিচয় আমরা পাব। অন্তরঙ্গ হবার যোগ্যতা অর্জন করব।
আমরা দেখেছি গ্রাম এবং শহরের শ্রমিকরা এসেছেন। তাদের বুকে ছিল স্বজন হারানোর যন্ত্রণা, তাঁরা জানিয়েছেন তাদের বুকের মধ্যে দামালদরিয়া নেচে উঠেছে। আমরা দেখেছি ওদের বুনো পায়ের বন্যতা জেগে উঠেছে মগজে, পেশিতে, দেহে। যখনই আক্রান্ত হয়েছে তখনই তাদের উষ্ণ রক্ত টগবগ করে ফুটেছে। কয়লা শ্রমিকরা এসেছেন হীরক সকালের স্বপ্ন নিয়ে, ইস্পাতের ফলার মতো ইস্পাত শ্রমিকরা এসেছেন, বিদ্যুৎ শ্রমিকরা জ্বেলেছেন চেতনার উদ্ভাসিত আলো। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলাদের মিছিলে দেখে রক্ত ঝরা মাটির ললাটজুড়ে বুক বেঁধেছে মানুষ।
আগামী দুমাস হবে আমাদের দাবি ছিনিয়ে আনার উৎসব। যে দাবি এখুনি আদায় করা সম্ভব সেই আশু দাবিগুলো নিয়ে তুমুল তিমিরে শুরু হবে নতুন সংগ্রামের আলেখ্য। আমার ১০০দিনের কাজ নেই, আমাকে কাজ দিতেই হবে। আমার পরিবারে ডিজিটাল রেশন কার্ড নেই, কার্ড দিতেই হবে। আমি দিনমজুর আমাকে সামাজিক সুরক্ষার সুযোগ দিতেই হবে এ আমার অধিকার। দানিসনদ প্রচারের আন্দোলনের স্তর থেকে উন্নীত হয়ে এখন দাবি আদায়ের আন্দোলনে পরিণত করতে হবে।
এবারের আন্দোলন রাজ্যের আহ্বানে রাজ্য পর্যায়ে কোনও নির্দিষ্ট দিনে নয়। এবারের আন্দোলন জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে। স্থানীয় নেতৃত্বকে নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যেই আন্দোলনকে বাস্তব রূপ দিতে হবে। এবারের লড়াই কোনও নির্দিষ্ট দাবি আদায়ের জন্য বি পি এম ও অন্তর্গত সব অংশকে সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করতে হবে।
বিগত ১২দিনে অজগরের রোষে গর্জে ওঠা পাঁজরের ভাঙা হাড়ে অনন্ত ক্ষুধার যন্ত্রণা নিয়ে অন্ধকারে প্রসারিত মানুষের সূর্যময় হাতের আশ্রয়ে, মজুরের শিরা উপশিরা ধমনীর রক্তে জীবনের ঘাম মিশিয়ে, ছাত্র যুবককেরা তাদের ভবিষ্যতকে নতজানু করে, বন্ধুর লাশ কাঁধে তুলে নিয়ে মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম, শহর থেকে মহানগর পায়ে হেঁটে অতিক্রম করেছে। এখন আবার আমাদের বেগবান দর্শন, শ্রম, উৎসব নিয়ে আমরা চলতে থাকব। আমাদের স্নায়ুর তিমির জুড়ে স্বপ্নের স্বদেশ। আমাদের চার পাশে ফুটে আছে জীবনের অপরূপ উজ্জ্বল ফুল। আমাদের সামনে আছে ছিনিয়ে আনার জন্য দিগন্তের মতো প্রসন্ন ভবিষ্যৎ।
৩রা নভেম্বর কলকাতার মহামিছিল শেষ হয়নি। আঁধারের আল বেয়ে বেয়ে এ মিছিল চলতেই থাকবে। এ মিছিল লাঙ্গলের ফালে আগাছা উপড়ে ফেলবার এ মিছিল কাস্তের বুকে নতুন ফসল তোলবার।
এই মিছিল সব পাওয়ার সব হারার এই মিছিল। ক্লান্তি হীন, শ্রান্তি হীন এই মিছিল।

গণশক্তি, ৬ই নভেম্বর ২০১৭


20171219

তৃণমূল ও বি জে পি: ‘মেড ফর ইচ আদার’

অজয় দাশগুপ্ত

সম্প্রতি ভদ্রেশ্বর পৌরসভার তৃণমূল বোর্ডের চেয়ারম্যান মনোজ উপাধ্যায় নিহত হওয়ার ঘটনায় একটি প্রশ্ন আবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠলো। বি জে পি-র রাজ্য সভাপতি এই খুন সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, ‘‘মনোজ উপাধ্যায়কে অনেকদিন ধরে চিনি। উনি দীর্ঘদিনের আর এস এস কার্যকর্তা। উনি রামনবমীর মিছিলও করেছেন।’’ এরকম আরো কত আর এস এস তৃণমূলের মধ্যে কাজ করছে, তা ভবিষ্যৎই বলবে। তবে সদ্য দলত্যাগী, তৃণমূলের একদা ‘সেকেন্ড-ইন কম্যান্ড’ মুকুল রায় কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে খোলসা করে বলেছেন, ‘‘জন্মলগ্ন থেকেই বি জে পি-র সহযোগিতা, সাহায্য নিয়েই এগিয়েছে তৃণমূলতৃণমূলের যে সাংগঠনিক শক্তি এত বেড়েছে তা বি জে পি-র সাহায্যেই হয়েছে’’
এটা কোনও গোপন বিষয় নয়, সবারই জানা। তবুও তৃণমূলের নেতানেত্রীরা এবং তাদের প্রসাদপুষ্ট মিডিয়া বারবার মানুষের মধ্যে এই ধারণাই গড়ে তুলতে চায়, যে বি জে পি-র বিরুদ্ধে লড়ছে একমাত্র তৃণমূলই! এই লক্ষ্যেই বামপন্থীদের সমস্ত আন্দোলন-কর্মসূচীর খবর কর্পোরেট মিডিয়া ব্ল্যাক আউট করার অঘোষিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে ‘মহাপডাও’ বা এরাজ্যে বি পি এম ও পদযাত্রার মতো কয়েকটি ঘটনায় এটা প্রমাণিতঅথচ, এটা ঘটনা যে বি জে পি এবং তৃণমূল, এরাজ্যে এই দুই দলই কাজ করছে পরস্পরকে পুষ্ট করার লক্ষ্য নিয়ে, ‘প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা’র কৌশল অবলম্বন করে।  
(২)
আসলে, পশ্চিমবাংলায় বি জে পি-আর এস এস-এর ভিত তৈরির জন্যই কংগ্রেস ভেঙে জন্ম হয়েছিল তৃণমূল নামে দলটার। তৃণমূল তৈরির আগে থেকে আজ পর্যন্ত এই দল এবং দলের সুপ্রিমোর গতি-প্রকৃতি একটু তলিয়ে বিচার করলেই সেটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। ঘটনাপ্রবাহ বলছে, বি জে পি-আর এস এস মুখ’, আর তৃণমূল মুখোশ’-এর কাজ করে চলেছে বিভিন্ন সময়। যেখানে এবং যখন মুখদেখিয়ে কাজ হবে না, তখন মুখোশদেখাও! কিছু লোকদেখানো নাটকবাজি সঙ্গে যুক্ত করো, ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য! তৃণমূলের জন্মলগ্ন থেকে ইতিহাস একটু খতিয়ে দেখলেই এটা আরো স্পষ্ট হবে।  
১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। গোটা বিশ্বে ধর্মনিরপেক্ষ ভারতের ঐতিহ্যকে কলঙ্কিত করে ধূলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো চারশো বছরের পুরনো বাবরি মসজিদের ইমারতকে। মমতা ব্যানার্জি তখন কংগ্রেসে, কেন্দ্রে নরসিমা রাও সরকারের মন্ত্রী। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তখন বারবার প্রধানমন্ত্রীকে বি জে পি-আর এস এস যে বাবরি মসজিদ  ভাঙতে চলেছে, তানিয়ে সতর্ক করছিলেন। ৪ঠা ডিসেম্বর বামফ্রন্ট প্রতিবাদ সমাবেশও করে কলকাতায়। সেদিনই পাল্টা সভা করে মমতা ব্যানার্জি বলেন, ‘‘অযোধ্যা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে মিথ্যা প্রচার চালাচ্ছে সি পি এম। বি জে পি অযোধ্যায় কিছুই করতে পারবে না। এসব সি পি এম-এর ষড়যন্ত্র।’’ মসজিদ ভাঙার পর অবশ্য এনিয়ে তিনি এই সেদিন পর্যন্ত টুঁ শব্দটি করেননি।  আচমকা এবছর তিনি ৬ই ডিসেম্বর মুখ খুলে নানারকম আষাঢ়ে গল্প শুনিয়েছেন!
১৯৯৬ সালে অটলবিহারী বাজপেয়ীর ১৩দিনের সরকারের পতন হলো। গঠিত হলো সংযুক্ত মোর্চার সরকার। এই সময় জাতীয় রাজনীতিতে বি জে পি যখন একেবারে কোনঠাসা, কার্যত আঞ্চলিক দলগুলি যখন বি জে পি-কে একঘরে করে দিয়েছিল, ঠিক তখনই বি জে পি-কে বাঁচাতে মঞ্চে আবির্ভাব ঘটে মমতা ব্যানার্জির। কংগ্রেস ভেঙে তখন তিনি নতুন দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন। তৃণমূল তৈরি হওয়ার আগেই, ১৯৯৭ সা‌লের ডি‌সেম্বর মা‌সে, মমতা ব্যানার্জিই প্রথম বলেন, ‘‘বি‌ জে ‌পি অচ্ছুৎ নয়’’ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মানুষদের অনেকেই তখন অবাক হয়েছিলেন। কিন্তু নতুন দল গড়ার মদতটা কোন জায়গা থেকে এসেছিল, তা বুঝতে কারো অসুবিধা হয়নি। ১৯৯৮সা‌লের লোকসভা ভো‌টে জোট বাঁধ‌লেন বি‌ জে ‌পি-র স‌ঙ্গে। বি জে পি সভাপতি লালকৃষ্ণ আদবানি তখন বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গে বি জে পি-র সঙ্গে তৃণমূলের এই জোট একটি ঐতিহাসিক পদক্ষেপ।’’ জ্যোতি বসু এই প্রসঙ্গে বারবার বলতেন, ‘‘তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ ওরা সাম্প্রদায়িক বি জে পি-কে এরাজ্যে হাত ধরে ডেকে এনেছে।’’
(৩)
১৯৯৮ সালে লোকসভা নির্বাচনের পর প্রথম এন ডি এ সরকারের রেল মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হয়ে তৃণমূলনেত্রী ক্ষমতার অলিন্দে। ১৯৯৯ সালে আবার বি জে পি-র সঙ্গে জোট, আবার সরকারে, এবার রেলমন্ত্রী। যদিও ২০০১ সালের বিধানসভা নির্বাচনে ফয়দা তোলার জন্য এন ডি এ থেকে বের হয়ে এসে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন। কিন্তু কলকাতা কর্পোরেশনে সেই সময়েও তাদের সঙ্গে বি জে পি-র জোট পুরোদস্তুর বহাল ছিল। তৃণমূলের সুব্রত মুখার্জি মেয়র এবং বি জে পি-র মীনাদেবী পুরোহিত ডেপুটি মেয়র। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর মমতা ব্যানার্জি আবার ফিরে যান এন ডি এ-তে। এবার হন কয়লামন্ত্রী। সেই সময়, ২০০১ সালের ২৪শে আগস্ট বি বি সি-র ‘হার্ডটক ইন্ডিয়া’ অনুষ্ঠানে করণ থাপারের নেওয়া এক সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি স্পষ্ট বলেন, ‘‘বি জে পি আমাদের স্বাভাবিক মিত্র..।’’  
এন ডি এ আমলেই ২০০২ সালের গোড়াতে হয় গুজরাটে সংখ্যালঘু গণহত্যা, ভারতের ইতিহাসে যা বর্বরতম ঘটনা। বিশ্বজুড়ে এর নিন্দা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এই হত্যাকান্ডের কোনও প্রতিবাদ করেননি। তখন তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এটা বি জে পি-র অভ্যন্তরীণ ব্যাপার।ওই বছরই গুজরাটে বিধানসভা নির্বাচনে বি জে পি আবার জয়ী হলে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া পাঠিয়ে সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। 
২০০৩ সা‌লে ১৫ই সেপ্টেম্বর নয়া‌দি‌ল্লি‌তে আর এস এস-এর মুখপত্র পাঞ্চজন্য’-র সম্পাদক তরুণ বিজয় সম্পাদিত কমিউনিস্ট টেররিজমনামে পুস্তক প্রকাশ অনুষ্ঠা‌নে মমতা ব্যানার্জি ব‌লেন, ‘‘কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমি আপনাদের পাশে আছি। য‌দি আপনারা আমায় ১শতাংশ সাহায্য ক‌রেন, আমরা ক‌মিউ‌নিস্ট‌দের সরা‌তে পার‌বো।’’ মমতা ব্যানার্জির আহ্বা‌নে আর এস এস স্বয়ংসেবকরা খুবই উৎসা‌হিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, মদনদাস দেবী, এইচ ভি শেষাদ্রি-র মত কট্টর হিন্দুত্ববাদী শীর্ষ নেতারা। তাঁদের উদ্দেশ্যে অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘..আপনারাই হলেন প্রকৃত দেশপ্রেমিক’’ ‌বি‌ জে পি-র তৎকা‌লীন রাজ্যসভা সাংসদ বলবীর পুঞ্জ, ওই সভা‌তেই ব‌লেন,‘‘আমা‌দের প্রিয় মমতাদি‌দি সাক্ষাৎ দুর্গা।’’
আর এস এস-এর অনুষ্ঠানে গিয়ে তাদের খাঁটি দেশপ্রেমিকবলে যে সার্টিফিকেট দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তা কিন্তু স্বয়ংসেবকরা ভোলেনি। গত লোকসভা নির্বাচনের কিছুদিন আগে, ২০১৩সালের ৪ঠা আগস্ট সঙ্ঘ পরিবারটুইট করে জানিয়েছিল যে মমতা সেদিন তাঁদের প্রশংসায় পঞ্চমুখহয়েছিলেন! মমতা ব্যানার্জির প্রতি সঙ্ঘ পরিবারের কৃতজ্ঞতা এখনও যে ম্লান হয়নি, তা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরেও তারা জানিয়েছে। 
২০০৪-র লোকসভা নির্বাচনেও বি জে পি-র সঙ্গেই ছিল তৃণমূল২০০৪ সা‌লে ৮ই এপ্রিল নয়া‌দি‌ল্লি‌তে বিজে‌পি নেতৃত্বাধীন এন‌ ডি এ-র লোকসভা নির্বাচ‌নের ইশ‌তেহার প্রকা‌শিত হয়। প্রকাশ ক‌রেন অটলবিহারী বাজ‌পেয়ী। ইশ‌তেহা‌রে রামম‌ন্দির ‌নির্মা‌ণের ইস্যু, গো-হত্যা বন্ধের মতো বিষয় লেখা হ‌য়ে‌ছিল। আবার সরকা‌রে এলে কয়লাখ‌নি বেসরকারী হাতেই যা‌বে, সেকথাও বলা হয়েছিল। ‌বি‌ জে ‌পি-র এতগু‌লো লক্ষ্য উল্লেখ ক‌রা হয়ে‌ছি‌ল ওই ইশতেহার। ওইদিন মঞ্চে হা‌জির ছি‌লেন, এন‌ ডি এ-র ১১টি শ‌রিক দ‌লের মধ্যে মাত্র ৫টি দলের প্রতি‌নি‌ধি। সেই ৫জনের মধ্যে একজন হ‌লেন মমতা ব্যানা‌র্জি। সে‌দিন ইশ‌তেহার প্রকা‌শিত হওয়ার আগেই সম্ম‌তি জা‌নি‌য়ে তাতে সই করে‌ছি‌লেন তি‌নি।
২০০৫ সা‌লের ৪ঠা আগস্ট সংসদে প‌শ্চিমব‌ঙ্গে অনুপ্রবেশ’-এর অভিযোগ তুলে, এবিষয়ে আর এস এস-র বহুলপ্রচারিত বক্তব্যই আওড়াতে থাকেন মমতা ব্যানার্জিা। আসলে তার মাধ্যমে তিনি সঙ্ঘ পরিবারকে বার্তা দিতে চাইছিলেন: ‘‘আমি তোমা‌দেরই লোক।’’
২০০৬-র বিধানসভা নির্বাচনেও তৃণমূল বি জে পি-র সঙ্গে জোট বেঁধেই এরাজ্যে লড়েছিল। নির্বাচনের পরে ওই বছরের ২৫শে ডিসেম্বর ধর্মতলায় অনশন মঞ্চে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করেছিলেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বামফ্রন্টবিরোধী যাবতীয় ষড়যন্ত্র, হিংসাশ্রয়ী আন্দোলনে বরাবর তৃণমূলকে মদত জুগিয়েছে বি জে পিআর এস এস।
এমনকি, ২০০৯-র লোকসভা ভোটে এবং ২০১১সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোট বাঁধলেও বি জে পি-আর এস এস বামফ্রন্টকে পরাস্ত করতে তৃণমূলের হয়েই যে গোপনে কাজ করেছিল, পরে বি জে পি-আর এস এস-র নেতারা বিভিন্ন প্রকাশ্য সভায় তা বলেছেন। চরম বামপন্থী থেকে উগ্র দক্ষিণপন্থী-মাওবাদী থেকে আর এস এস-সমস্ত শক্তির তখন একটাই লক্ষ্য ছিল বামফ্রন্টকে হটানো। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পর ২০১২ সালের ২০শে সেপ্টেম্বর তৃণমূল দ্বিতীয় ইউ পি এ মন্ত্রিসভা থেকে সরে যায়। 
(৪)
২০১১-য় রাজ্যে তথাকথিত পরিবর্তন’-র পরে মমতা ব্যানার্জিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মোদী তখনও প্রধানমন্ত্রী হননি। তবু কমিউনিস্টনিধনের আহ্বানটিই যেন মমতা ব্যানার্জিকে মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস নেত্রীর উদ্দেশ্যে বলেছিলেন —‘‘প্রথম রাতেই বেড়াল মেরে দিন।’’ ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরাজয়ে উল্লসিত আর এস এস তাদের পশ্চিমবঙ্গ কমিটির মুখপত্র স্বস্তিকার ২৩শে মে, ২০১১ তারিখের সম্পাদকীয়তে লেখে: ‘‘অবশেষে দুঃশাসনের অবসান।...ইহা স্বীকার করিতেই হইবে, পশ্চিমবঙ্গের মার্কসবাদী সরকার ও ক্যাডারদের অত্যাচারের প্রতিবাদে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁহারই নেতৃত্বে তৃণমূল জোটের এই বিরাট জয়।’’ 
২০১৩সালে হাওড়া লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বি জে পি প্রার্থী ঘোষণা করেছিল। দেওয়ালে বি জে পি প্রার্থীর নাম লেখাও শুরু হয়েছিল। এই অবস্থায় দিল্লিতে বি জে পি সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে হাজির তখন তৃণমূলের প্রভাবশালী সাংসদ, চিট ফান্ড মালিক কে ডি সিং। বি জে পির সাধারণ সম্পাদক রাজীব প্রতাপ রুডির উপস্থিতিতে আঁতাত সম্পন্ন। একেবারে শেষ মুহূর্তে বি জে পি প্রার্থীর নাম প্রত্যাহার। 
২০১৩সালের পঞ্চায়েত ভোটেও তৃণমূল-বি জে পি সুযোগ বুঝে আঁতাত করেছে। যেমন, পাঁশকুড়ার চৈতন্যপুর-১নম্বর গ্রাম পঞ্চায়েতে বি জে পি-কে সঙ্গে নিয়েই পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল। প্রধান বি জে পি-র, উপপ্রধান তৃণমূলের! মিনাখাঁ, বামনপুকুর, চৈতলতিনটি গ্রাম পঞ্চায়েতই চলেছে তৃণমূল-বি জে পি-র যৌথ বোঝাপড়ায়, একেবারে প্রকাশ্যে। উদাহরণ আরও আছে। অবশ্য, পরে বেশ কিছু জায়গায় অন্য দলের মতই বি জে পি-র পঞ্চায়েত প্রতিনিধিদেরও দল ভাঙিয়েছে তৃণমূল।  
সারদাসহ চিটফান্ড কেলেঙ্কারি এবং নারদ ঘুষকান্ডে এই দুই দলের গোপন বোঝাপড়া দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। ২০১৪সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বিভিন্ন বক্তৃতায় চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেনকিন্তু মোদী সরকারের আমলে কেন্দ্রীয় সংস্থাগুলি, যেমন সি বি আই, ই ডি, এস এফ আই ও কি করেছে? তিন বছরের বেশি সময় ধরে ক্রমাগত টালবাহানা করে এই তদন্ত বিলম্বিত করে চলেছে। 
মণিপুরে, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনের পর বি জে পি-র সরকার গড়তে সমর্থন করে একমাত্র তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিংআস্থাভোটে বি জে পিকে সমর্থন করার পর ওই তৃণমূল বিধায়ক বলে দলের নির্দেশেই সমর্থন।আজ পর্যন্ত সেই বিধায়ককে তৃণমূল আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেনি।  
অন্যদিকে, ত্রিপুরার ঘটনায় তৃণমূল যে আদতে বি জে পি-কেই পুষ্ট করতে কাজ করছে, তা একেবারে স্পষ্ট হয়ে ঘেছে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ী কংগ্রেসের ৬বিধায়ক ২০১৬ সালের জুন মাসে প্রথমে তৃণমূলে যোগ দেয়। কিন্তু এবছর এপ্রিল মাসে এই ৬বিধায়কই বি জে পি-তে যোগ দেয়। এমনকি, তৃণমূলের রাজ্য দপ্তরের সাইনবোর্ড পর্যন্ত তারা উল্‌টে দিয়ে তাকে  বি জে পি-র দপ্তরে পরিণত করেছে!
সংসদে বিভিন্ন ঘটনায় তৃণমূলের সঙ্গে বি জে পি-র গোপন বোঝাপড়া স্পষ্ট! ২০১৭ সালের ২৯শে মার্চ রাজ্যসভায় অর্থবিল পাশ করাতে তৃণমূল ওয়াক-আউট করে। রাজ্যসভায় অর্থবিলের বিরুদ্ধে তৃণমূল ভোট দিলে তা অনুমোদন হতো না, বেকায়দায় পড়তো মোদী সরকার। কিন্তু সমস্ত বিরোধী দল ভোট দিলেও তৃণমূল অধিবেশন বয়কট করে ওই বিল অনুমোদনের সুযোগ করে দেয় বি জে পি-কে।
নারদকাণ্ডের জেরে গঠিত লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বি জে পি-র বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি। এক্স ফাইলস’-এর ভিডিও ফুটেজে তৃণমূলের যে সব সাংসদকে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি। লোকসভায় নারদা স্টিং অপারেশনের টেপ জমা পড়ার ১বছর বাদেও কোন পদক্ষেপ নেওয়া তো দুরের কথা, একটি বৈঠকও ডাকা হয়নি। শুধু তাই নয়, রাজ্যসভায় এথিক্স কমিটি গঠনের বিরোধিতা করেছে স্বয়ং মোদী সরকার। কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে পর্যাপ্ত নথিপত্র দেওয়ার পরেও চিট ফান্ড মালিক তৃণমূল সাংসদ (বর্তমানে সাসপেন্ডেড) কে ডি সিংয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না?
(৫)
২০১৬সালের বিধানসভা নির্বাচনেও যে অন্তত ১০০টা কেন্দ্রে বি জে পি প্রার্থীরা বিরোধী ভোট কেটে তৃণমূলকে সহযোগিতা করেছে, কলকাতায় এসে সেকথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। বি জে পি না থাকলে তৃণমূলের দ্বিতীয়বার ক্ষমতায় আসা যে সহজ হতো না তা মাঝেমধ্যেই বলে থাকেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এস এস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত বিধানসভা ভোটের আগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সঙ্ঘের স্বয়ংসেবকদের সভায় খোলাখুলি বলেছেন, ‘‘আমরা এখানে এমন কিছু করতে পারি না, যাতে কমিউনিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসে।’’ 
তৃণমূলের নীতির কারণেই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তির বাড়বাড়ন্ত। বি জে পি-র হিন্দুত্বের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে উস্‌কানি দিচ্ছে তৃণমূল, যাতে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাই আরও পুষ্ট হচ্ছে। এদিকে, পশ্চিমবঙ্গে ফুলে-ফেঁপে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট সরকারের সময় বাংলায় আর এস এস-র শাখা ছিল মাত্র ৪৭৫টি। কিন্তু গত ছয় বছরে এই উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সংগঠনটির শাখা পশ্চিমবঙ্গে তিনগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ রাজ্যে আর এস এস পরিচালিত প্রাথমিক স্কুলের সংখ্যা বর্তমানে ৩০৯টি। এছাড়া ১৬টিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা হয়। আর এরমধ্যে ১৫টি গড়ে উঠেছে গত পাঁচ বছরে। এই তিনশোর বেশি হিন্দুত্ববাদী শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা ৬৬হাজার ৯০ জন। ৫০০টি শিশুমন্দির ও ৫০টি বিদ্যালয়মন্দির (হাইস্কুল) প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে দ্রুত এগোচ্ছে আর এস এস। 
গত তিন বছরে রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণের মত ঘটনা ঘটেছে। ঘটেছে ধূলাগড়, বসিরহাট, নোয়াপাড়ার মত সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা। এই সবকটি ঘটনাতেই স্পষ্ট, বি জে পি-আর এস এস-হিন্দু সংহতি সমিতির সঙ্গে পাল্লা দিয়েই সাম্প্রদায়িক বিভাজনে নেমেছে তৃণমূল, যাতে ভোটের রাজনীতি ফয়দা হয়। পরস্পরকে পুষ্ট করার লক্ষ্য নিয়েই এই দুই দল এগোচ্ছে। ‘রামনবমী’র মিছিলের পাল্টা ‘হনুমান জয়ন্তী’ করা তারই একটি উদাহরণ।
তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ আর এস এস-র লক্ষ্য নয়। আর এস এস মমতা ব্যানার্জির আত্মশুদ্ধিচায়। চায় তৃণমূল কংগ্রেসের রিফর্ম২০১৬ সালের অক্টোবরে হায়দরাবাদে তিনদিনের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। ২০১৭ সালের ১৪ই জানুয়ারি ব্রিগেডের সভাতেও আর এস এস-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেননি।
সংক্ষেপে জন্মলগ্ন থেকে এই হলো তৃণমূলের ইতিহাস। বি জে পি এবং সর্বোপরি আর এস এস-এর হয়ে কিভাবে এই দল কাজ করছে, বি জে পি-আর এস এস কিভাবে তৃণমূলকে টিঁকিয়ে রেখেছে, তৃণমূল যে আদতে বি‌ জে‌ পি-র মু‌খোশতা যত দিন যাবে, ততই স্পষ্ট হয়ে উঠবে।


গণশক্তি, ১৭ই ডিসেম্বর, ২০১৭

20170526

গণতন্ত্র বিপন্ন, তাই চলো নবান্ন


#BanglaBiponna #ChaloNabanna

শেষ কবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখেছে পশ্চিমবাংলা? এরাজ্যের মানুষের অভিজ্ঞতা হলো, ২০১১সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে শাসকদল দেশের সংবিধানে দেওয়া অধিকার প্রয়োগ করতে গিয়ে বারবার বাধা পাচ্ছেন মানুষ। গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিস্বাধীনতা সমস্ত দিক থেকেই আক্রান্ত। শুধু নির্বাচনে নিজের পছন্দমতো প্রার্থীকে নিজে ভোট দেওয়ার অধিকার থেকেই নয়, কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার অধিকার, শ্রমিক-কর্মচারীদের অর্জিত অধিকার, নারীর মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, এমনকি মানবাধিকারও এই সরকারের আক্রমণের মুখে। বিরোধীদের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। বিরোধী দলগুলির, বিশেষত বামপন্থীদের পার্টি অফিস, ট্রেড ইউনিয়ন, গণসংগঠনের দপ্তর জ্বালিয়ে দেওয়া, লুট করা, দখল করা হচ্ছে। বামপন্থী কর্মীদের খুন, আক্রমণ, তাঁদের বাড়িতে আগুন লাগানো, লুটপাট করা, বাড়ির মহিলাদের ওপর নৃশংস অত্যাচার, চাষ করতে-ফসল কাটতে বাধা, জরিমানা চাপানো, মিথ্যা মামলায় জেল, এলাকাছাড়া করা হচ্ছে। নির্বাচিত সমস্ত ধরণের সংস্থা, সাংবিধানিক সংস্থাও তৃণমূল সরকারের রোষের হাত থেকে রেহাই পায়নি। গণতন্ত্র এভাবেই আক্রান্ত, বিপন্ন তৃণমলী শাসনে।

গত ছয় বছরে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পৌরসভাসহ প্রতিটি ক্ষেত্রেই নির্বাচনে ‌ঠ্যাঙারেবাহিনী দিয়ে বেপরোয়া সন্ত্রাস করে, পুলিশ ও প্রশাসনের একাংশের সরাসরি মদতে, মিডিয়াকে সাক্ষী করে নির্বাচনে মানুষের রায়কে পদদলিত করেছে এরাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক বি জে পি মুখে লোকদেখানো ছায়াযুদ্ধ করলেও শেষ পর্যায়ে গিয়ে কার্যত তৃণমূলের সমস্ত অনৈতিক কাজে সহায়তা করেছে। গত বিধানসভা নির্বাচনের সময় বি জে পি-আর এস এস যে বেশ কয়েকটি আসনে তৃণমূলকে জয়ী করতে সাহায্য করেছে, তা তারা পরে স্বীকারও করেছেশুধু বিধানসভা বা লোকসভা নির্বাচন নয়, পঞ্চায়েত, ক্লাব, গ্রন্থাগার, স্কুল কিংবা সমবায়ের পরিচালন কমিটি নির্বাচনকেও প্রহসন করে কার্যত দখল করেছে তৃণমূল

মোদী সরকারের মদতেই সারদাসহ চিট ফান্ড কেলেঙ্কারির তদন্ত শিকেয় তুলে রেখেছে সি বি আই, ই ডি-সহ তদন্তকারী সংস্থাগুলি। ভিডিও ফুটেজ ফরেনসিক পরীক্ষায় নির্জলা সত্য প্রমাণিত হলেও, এমনকি চার্জশিট জারি হয়ে যাওয়ার পরেও নারদকান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে মোদী সরকারগাঁটছড়া কোথায় বাধা বুঝতে কারো অসুবিধা হয় না। নির্বাচনের সময় যে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয়বাহিনীর তৎপরতায় তৃণমূল কংগ্রেসের পরাজয় অনিবার্য হওয়ার সম্ভাবনা ছিল সে সমস্ত জায়গায় তাদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছিলএকেবারে হিসেব কষে নির্দিষ্টসংখ্যক বুথে ভোট লুট এবং অবাধ কারচুপি করে তৃণমূল ভোটে জিতেছে

২০১৪ সালের লোকসভা এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যে সমস্ত আসনে জয়ের ব্যাপারে তৃণমূলের আশঙ্কা ছিল সেই সমস্ত জায়গায় সচিত্র ভোটার স্লিপ প্রশাসনের সাহায্যে নিজেদের কাছে রেখে ব্যাপক হারে ভোট লুট করে  ফলাফলকে নিজেদের অনুকূলে নিয়েছে২০১৬সালে নির্বাচনে ৭৫টি বিধানসভা কেন্দ্রে ১০-১৯শতাংশ এবং ৬৫টি কেন্দ্রে ২০শতাংশের বেশি ক্ষেত্রে সচিত্র ভোটার স্লিপ ব্যবহার করে ভোট দেওয়া হয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস একই কৌশলে নির্দিস্ট ১৬টি আসনে বাছাই করা বুথে ব্যাপক কারচুপি ঘটিয়ে তাদের জয় হাসিল করে নিয়েছিল। এছাড়া ব্যাপক কারচুপি, ছাপ্পা ভোট, রিগিং তো ছিলই। ২০১২ সালের ৩রা জুন রাজ্যের ৬টি পৌরসভায় ভোট হয়। বাস্তবে ভোট নয়, অনেক জায়গায় ভোটের নামে হয় প্রহসন। ২০১৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ২০১৪-র লোকসভা নির্বাচনে এবং ২০১৫-র কলকাতা কর্পোরেশন সহ রাজ্যের ৯১টি পৌরসভার নির্বাচনে, এই সময়ে বিধানসভা, লোকসভা আসনের সবকটি উপনির্বাচনে সরকারি মদতে শাসক তৃণমূলের বেনজির হিংসার সাক্ষী থেকেছে এরাজ্য।

২০১৩-র পঞ্চায়েতে নির্বাচনে পাঁচ দফায় ভোটের দিন দখল করা হয় ৬১৮২টি বুথ, বেপরোয়াভাবে ছাপ্পা ভোট দেওয়া হয় আরও ১০ হাজার বুথে। ভোট গণনার দিনও ব্যাপক কারচুপি করা হয়। এরপরেও যেখানে বামপন্থীরা পঞ্চা‌য়েত গঠন করতে পেরেছিল, সেখানেও শুরু হয় হামলা, এমনকি খুনও। ২০১৫ সালের গত ১৮ই এপ্রিল কলকাতা পৌরসভার নির্বাচনে প্রকাশ্যে ভোট লুট করে তৃণমূল বাহিনী। এই অপকর্মে নির্লজ্জের মতো তৃণমূলের সঙ্গে হাত মেলায় পুলিশবাহিনীর একটা অংশ। ওই বছরের ২৫শে এপ্রিল রাজ্যের ৯১টি পৌরসভার ভোটগ্রহণ হয়। এই ভোটপর্বকে প্রহসনে পরিণত করে শাসক তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় সশস্ত্র দুষ্কৃতীদের জড়ো করে শাসক তৃণমূল ভোট লুটের অভিযান চালায় সকাল থেকেই। ২০১৫ সালের ৩রা অক্টোবর ছিল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন। কিভাবে ভোট লুট করে গায়ের জোরে ক্ষমতা দখল করা যায়, বিধাননগর-রাজারহাট পৌরসভা, হাওড়া কর্পোরেশনের সংযুক্ত বালির ১৬টি ওয়ার্ডে এবং আসানসোল কর্পোরেশন এলাকায় ভোটে তার একটি নির্লজ্জ উদাহরণ তৈরি করে শাসক তৃণমূল কংগ্রেস। এমনকি, রাজ্য নির্বাচন কমিশনারকে ফলপ্রকাশের আগেই জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিলসর্বশেষ উদাহরণ, রবিবার অনুষ্ঠিত পৌরনির্বাচনে শাসকদলের বেপরোয়া ভোট লুটের ঘটনা।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে গণতন্ত্র ও নৈতিকতাকেও কার্যত বলি দিয়েছে তৃণমূল। বিশেষ করে, অন্য দলের জয়ী প্রার্থীদের ভয় ও প্রলোভন দেখিয়েও পঞ্চা‍‌য়েত, পৌরসভা দখল করে ‘দল ভাঙানো’র অভিযান চালাচ্ছে তৃণমূল। একই পন্থায় দল ভাঙিয়েছে কয়েকজন বিরোধী বিধায়ককেও।  

অন্যদিকে, কেন্দ্রের বি জে পি সরকার যেভাবে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে, তার পালটা সাম্প্রদায়িকতার রাজনীতি তৃণমূলও করছে। একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে এই দুই দল, যা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষের কাছে বিপজ্জনক।

তৃণমূলের হাতে লুন্ঠিত, বিপন্ন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এরাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক মানুষকেই। তাই ২২শে মে ‘নবান্ন চলো’র ডাক। 

২২শে মে ‘‘বাংলা বিপন্ন, চলো নবান্ন”


#BanglaBiponna #ChaloNabanna

তুষের আগুনে ধিকি ধিকি জ্বলা গ্রামবাংলা থেকে অনাহারের মৃত্যুমিছিল দেখা চা বাগিচা। বন্ধ কারখানার শ্রমিক মহল্লা থেকে শাল পিয়াল মহুলের বনাঞ্চল। তিস্তাপার থেকে সুন্দরবনের বাদাবন। কোচবিহারের বক্সিরহাট থেকে কাকদ্বীপের ৮নং লট। ২২শে মে সবার ঠিকানা কলকাতার রাজপথ।

একের পর এক ব্যারিকেড ভেঙে লক্ষ মানুষ এগোবেন নবান্নের দিকে। মানুষের জেদের কাছে হার মানবে তৃণমূলী পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস। ২২শে মে অচল হবে কলকাতা। অবরুদ্ধ হবে ডাফরিন রোড থেকে রেড রোড। রানী রাসমণি অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড থেকে পি টি এস। গঙ্গার ওপারে জি টি রোড, ফোরশোর রোড। সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে।
রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলনের তরঙ্গশীর্ষে আগামী ২২শে মে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১১টি বামপন্থী কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। বামপন্থী ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সব গণসংগঠনগুলিই এই কর্মসূচিতে শামিল হবে বলে ঘোষণা করেছে। বামফ্রন্টসহ অন্যান্য বামপন্থী ও সহযোগী দলগুলির পক্ষ থেকেও কর্মসূচিকে সমর্থন করা হয়েছে।

আমার, আপনার, সকলের জীবন-সংগ্রামের জ্বলন্ত দাবি নিয়েই সোমবার নবান্ন চলো। আসুন, আপনিও চলুন, সকলে মিলেই নামি এই জীবনের মিছিলে।

আমাদের দাবি:

১। ধান কেনায় বোনাস তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহার করো। কুইন্টাল প্রতি ২০০ টাকা বোনাস চাই। ন্যূনতম ৫০ টাকা পরিবহণ খরচ দিয়ে সহায়ক মূল্যে ধান কিনতে হবে। চেক ভাঙানোর হয়রানি বন্ধ করতে নগদে ধান কিনতে হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে একাধিক ক্রয়কেন্দ্র খুলতে হবে। অভাবী বিক্রির সময় ধান কেনা হলো না কেন রাজ্য সরকার জবাব দাও।

২। স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে ধান, পাট ও গমের সহায়ক মূল্য স্থির করতে হবে। গম আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে দিয়ে কৃষক মারার ষড়যন্ত্র ব্যর্থ কর। হিমঘরে রাজ্য কোটায় সরকারকে আলু রাখতে হবে। রাজ্য সরকারকে কুইন্টাল প্রতি ৭০০ টাকা দরে আলু কিনে চাষিদের সহায়তা করতে হবে।

৩। রবি ও বোরো চাষে বর্গাদারসহ সব কৃষককে ৮ সুদে ব্যাঙ্ক বা সমবায় ঋণ দিতে হবে। মৌজা ভিত্তিক শস্যবিমা চালু করা বর্গাদারসহ সব চাষিকে কৃষি বিমার আওতায় আনতে হবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধ কর। কেরোসিনের বরাদ্দ কমানো হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও। ছোট-মাঝারি কৃষক ও বর্গাদারদের চাষ জমির বিদ্যুতের লাইন কাটা নয়, ভরতুকি দিতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গাদারদের চাষ ও ফসল তোলায় রেগা প্রকল্প চালু করতে হবে।

৪। তিস্তা প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করতে হবে। পানীয় জলের স্বার্থে ভূগর্ভস্থ জলোত্তোলন নিয়ন্ত্রণ করো। নদী, খাল, বিল সংস্কার করো। সুন্দরবনের বাঁধ নির্মাণ হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব দাও। নদী ভাঙনরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

৫। সমস্ত গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ চালু করতে হবে। রেগায় বছরে ১০০দিনের কাজ ও দৈনিক ৩০০ টাকা মজুরি চাই। অবিলম্বে রেগার বকেয়া মজুরি, ভাতা ও অন্যান্য বকেয়া দিতে হবে। ১০০দিনের কাজসহ ত্রিস্তর পঞ্চায়েতে দুর্নীতির তদন্ত চাই। ৬০ বছর বয়সের ঊর্ধ্বে সব কৃষককে মাসে ৩,০০০ টাকা পেনশন দিতে হবে।

৬। কোনো গরিব মানুষকে খাদ্য সুরক্ষা তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। খাদ্য সুরক্ষা থেকে গরিব মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। খাদ্য সুরক্ষার বরাদ্দ কমানো বা অনিয়মিত হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। সকলকে ডিজিটাল রেশনকার্ড দিতে হবে। সব মানুষকে গণবণ্টন ব্যবস্থার আওতায় রাখতে হবে।

৭। সব বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নিয়োগে দুর্নীতি বন্ধ করো। মেধা তালিকা প্রকাশ না করে এস এম এস মাধ্যমে নিয়োগ চলবে না। সুপ্রিম কোর্টের রায় মেনে সমকাজে সমমজুরি চালু করতে হবে।

৮। বাস্তুহীনদের বাস্তুজমি দিতে হবে। সমস্ত গৃহহীনদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনতে হবে।

৯। বনাঞ্চলের অধিকার আইন কার্যকর করতে হবে। আদিবাসীদের জন্য ল্যাম্প সোসাইটিগুলোকে আর্থিক সহায়তা দিতে হবে।

১০। সব আত্মহত্যাকারী কৃষক পরিবারকে ১০ লক্ষ টাকা হারে ক্ষতিপূরণ দিতে হবে।

১১। দুর্নীতিরোধে সব মানুষ এক হও। সমস্ত চিট ফান্ড, শিলিগুড়ি উন্নয়ন পর্ষদ, নারদ, ব্রিজ কেলেঙ্কারির বিরুদ্ধে এক হও। সাহারা ও বিড়লা ঘুষকাণ্ডের তদন্ত করতে হবে। ব্যাপমসহ কেন্দ্র ও রাজ্যে দুর্নীতির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাগুলোর উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করো। রাজনী‍‌তিতে দুর্বৃত্তায়ন বন্ধ করো।

১২। রাজ্যে ধর্ষণ, নারী ও শিশু পাচার বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। ধর্ষণ ও পাচারকাণ্ডে যুক্তদের কঠোর শাস্তি চাই। রাজ্যে নিয়ম না মেনে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম হলো কেমন করে স্বাস্থ্যমন্ত্রী/মুখ্যমন্ত্রী জবাব দাও।

১৩। বিকল্প ব্যবস্থা না করে নোট বাতিল হলো কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বিদেশি ব্যাঙ্কে জমা টাকা ফেরত এলো না কেন প্রধানমন্ত্রী জবাব দাও। নোট বাতিলের আগে রাজ্য বি জে পি জানলো কেমন করে প্রধানমন্ত্রী জবাব দাও।

১৪। ২০১৩ সালের আইন মেনে সরকারকে জমি করতে অধিগ্রহণ হবে। জমি মাফিয়াদের বিরুদ্ধে কৃষক সমাজ জোট বাঁ‍ধো। ভাঙড় আন্দোলনে ধৃতদের বিনাশর্তে মুক্তি চাই। কর্পোরেট হাউসদের হাতে খাস জমি না দিয়ে গরিবদের জমির পাট্টা দিতে হবে। কর্পোরেট হাউসদের ঋণ ও সুদ ছাড় নয় মাঝারি কৃষক পর্যন্ত সব কৃষকের ঋণ মকুব করতে হবে পি এফ-এর সুদ কমানো চলবে না। কর্পোরেটদের সাথে চুক্তি চাষ বন্ধ করো।

১৫। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও উভয় মৌলবাদের বিরোধিতায় ঐক্যবদ্ধ হও। সাম্প্রদায়িক ও উভয় মৌলবাদ-নিপাত যাক। উদারনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শামিল হও। সংখ্যালঘু ও দলিতদের বিরুদ্ধে সঙ্ঘ পরিবারের হামলা বন্ধ করো।

১৬। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গণতন্ত্র ধ্বংসকারী পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াও। সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না। রাজ্যে মানুষের গণতন্ত্র হরণ করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও।

১৭। পলাশী চিনিকলের অব্যবহৃত জমি ভূমিহীন ও গরিব কৃষকদের মধ্যে বণ্টন করতে হবে।

১৮। জমির মিউটেশন ফি বাড়ানো চলবে না। জমি হাঙরদের রক্ষা করতে দ্রুত জমির চরিত্র বদলের চক্রান্ত বন্ধ কর।

**************





20170328

রক্তাক্ত ভাঙড়ে বেআব্রু মমতার জমি মডেল

 সুদীপ্ত বসু
১৭ই জানুয়ারি


একজনের বয়স ২২, কলেজ ছাত্র। অপরজন গ্রামেরই বাসিন্দা, বয়স ২৪।
রক্তাক্ত ভাঙড় মঙ্গলবার দেখলো গ্রামবাসী, কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ভাঙতে পুলিশের গুলিতে দুই যুবকের রক্তাক্ত বুলেটবিদ্ধ দেহ। নবান্ন নির্বিকার, দায় এড়ানোর চেনা কৌশলে বহিরাগতর তত্ত্ব প্রশাসনের। যদিও মৃত দুই যুবক স্থানীয় গ্রামেরই বাসিন্দা।
একদিকে সাধারণ গরিব গ্রামবাসী, অন্যদিকে মমতা ব্যানার্জির পুলিশ ও তৃণমূলের একাংশের সশস্ত্র দুষ্কৃতীবাহিনী। জ্বলছে পুলিশের গাড়ি, রাস্তা অবরোধ, গাছের গুঁড়ি ফেলে অবরুদ্ধ গোটা এলাকা। পালটা গ্রামবাসীদের দিকে উড়ে আসছে ইট, টিয়ার গ্যাসের শেল। চলেছে গুলিও।


রণক্ষেত্র ভাঙড়।
প্রকল্পের নামে জমি মাফিয়া দিয়ে শাসক তৃণমূলের জোর করে জমি দখলের প্রতিবাদে, পুলিশি অত্যাচারে বিরুদ্ধে প্রতিবাদে একজোট গ্রামবাসীকে শেষ পর্যন্ত বন্দুক দিয়েই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালো তৃণমূল সরকার। পরিণামে পুলিশের গুলিতে মৃত্যু হলো দুই স্থানীয় বাসিন্দার।
পুলিশের গুলিতেই মঙ্গলবার শেষ বিকালে মৃত্যু হলো ২২বছরের এক তরতাজা যুবকের। পোলেরহাট-২নম্বর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের বাসিন্দা আলমগীর মোল্লা। পুলিশের গুলিতে রাস্তাতেই লুটিয়ে পড়েছেন। রক্তে ভেসেছে শরীর। চিকিৎসার সময়ও মেলেনি। ২২ বছরের আলমগীর কলেজ ছাত্র। গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিয়ে আসা হয় এস এস কে এম হাসপাতালে। রাতেই সেখানে মৃত্যু হয় ২৪ বছর বয়সি যুবক মফিজুল শেখের। পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের গাজীপুরের শেখপাড়ার বাসিন্দা এই বছর চব্বিশের যুবক।
জোর করে বন্দুকের নল ঠেকিয়ে জমি মাফিয়া মারফত তৃণমূলের জমি দখল, রাতের অন্ধকারে পুলিশের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নজির গড়েছে ভাঙড়। প্রশাসন পিছু হটেছে, পিছু হটা প্রশাসনকে অক্সিজেনজোগাতে পুলিশের দিক থেকেই গ্রামবাসীদের তাক করে বোমা ছুঁড়েছে আরাবুল বাহিনী। তাতেও ঐক্যবদ্ধ গ্রামবাসীকে পিছু হটাতে পারেনি প্রশাসন। সকাল থেকে চলা অবরোধ, বিক্ষোভের জেরে স্তব্ধ হয়েছে ভাঙড়, রাজারহাট লাগোয়া পোলেরহাটের বিস্তীর্ণ প্রান্ত। বিকালের দিকে সেই স্তব্ধ হয়ে যাওয়া জনপদেই ঐক্যবদ্ধ গ্রামবাসী, জমিদাতা কৃষককে ছত্রভঙ্গ করতে চললো পুলিশের গুলি। মৃত্যু হলো দুজনের। আহত হলেন একাধিকজন।
রাত পর্যন্ত গুলি চালানোর ঘটনা অস্বীকারের মরিয়া চেষ্টা চালায় জেলা পুলিশ। রাতেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বহিরাগতরা জড়ো হয়ে অশান্তি পাকাচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তার করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। রাতেই পোলেরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খামারাটি, টোনা, মাছিডাঙা বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের টহল। পুলিশ, র‌্যাফও ক্রমেই ঘিরছে ভাঙড়কে। উত্তেজনা রয়েছে রাতভর। উত্তেজনার চেহারা এমনই তৃণমূল সরকারের মন্ত্রী রেজ্জাক মোল্লাও ঢুকতে পারেননি নিজের বিধানসভা কেন্দ্রে। গ্রামবাসীরাই গড়েছেন ব্যারিকেড।
বরাবরের জমি আন্দোলনের শক্ত ঘাঁটি ভাঙড় মঙ্গলবার সকাল থেকে কেন ফেটে পড়লো প্রবল ক্ষোভ, উত্তেজনায়? কেন মুহূর্তেই তা রণক্ষেত্রে পরিণত হলো? ভাঙর-২ ও ভাঙর-১ নম্বর ব্লক জুড়েই শাসক তৃণমূলের একচেটিয়া একাধিপত্য। তৃণমূলের একাধিপত্য মানে জমি মাফিয়া, দুষ্কৃতীরাজের রমরমা তা গত সাড়ে পাঁচ বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন গ্রামবাসীরা। সেই ভাঙড়ে ২০১৩ সালে পোলেরহাট-২নম্বর গ্রাম পঞ্চায়েতের টোনা মৌজার নতুনহাটে ৪০ বিঘা জমিতে গড়ে ওঠার কথা পাওয়ার গ্রিড প্রকল্প। প্রথম থেকেই পোলেরহাটের মত তিন ফসলি, চার ফসলি জমি দিতে আপত্তি ছিল কৃষকদের। তখন ভাঙড়ে আরাবুলের একচ্ছত্র দাপট।
গ্রামবাসী, জমিদাতা কৃষকদের অন্ধকারে রেখেই পোলেরহাট-২নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। জমি নেওয়া হবে বলেই নোটিস দেওয়া হয়। কৃষকরাও জানেন না তাঁদের জমি দিতে হবে প্রকল্পে। সেই নোটিস দেখিয়ে তৃণমূলের নেতা আরাবুল ইসলামের বাহিনী বাইকে চেপে রাতের পর রাত হুমকি দিয়ে জোর করে ভয় দেখিয়ে কৃষকদের জমি দিতে বাধ্য করে। দীর্ঘদিন ধরেই জমছিল সেই ক্ষোভ। গ্রামবাসীদের উদ্যোগেই তৈরি হয় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। সেই ক্ষোভের তুষে আগুন ধরায় জমি মাফিয়াদের হয়েই পুলিশের অত্যাচার, মিথ্যা মামলা। গত নভেম্বর মাসেই আন্দোলনকারী তিন মহিলা সহ ছয়জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ক্ষোভের মাত্রা আরও বাড়ে।
শান্তিপূর্ণভাবেই গত ১১ই জানুয়ারি কাশীপুর থানার খামারাটিতে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে অবরোধে শামিল হন কয়েক হাজার গ্রামবাসী, মহিলারা। অসমাপ্ত বিদ্যুৎ প্রকল্পের জমি ফেরত চেয়ে, বহুফসলি জমিতে পাওয়ার গ্রিডের প্রকল্প বন্ধের দাবিতে। সেদিন কোন গন্ডগোল, উত্তেজনা ছড়ায়নি। লাওহাটি-শ্যামনগর দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তা অবরোধ করেই চলে সেই বিক্ষোভ।  প্রশাসনের আশ্বাসে ওঠে বিক্ষোভ। যদিও তারপরেও তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, জমি মাফিয়াদের হুমকি চলতেই থাকে। এরই মধ্যে সোমবার রাতে আরও একটি মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে সামসুর হক ওরফে কালুকে। এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ভাঙড়-২ নম্বর ব্লক জুড়েই।
আর এরপরেই ঘটে সোমবার গভীর রাতেই ভয়াবহ পুলিশি অত্যাচারের ঘটনা। রাত প্রায় দুটো নাগাদ বিরাট পুলিশ বাহিনী পোলেরহাট-২নম্বর গ্রাম পঞ্চায়েতের খামারাটি, টোনা, নতুনহাট, মাছিডাঙার মতো একের পর এক গ্রামের বাড়িতে বাড়িতে ঢুকে চলে পুলিশি অত্যাচার। সোমবার রাতেই এই ঘটনার জেরেই মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার গ্রামবাসী, কৃষক, বৃদ্ধ, এমনকি শিশুরাও নামে রাস্তায়। ভোর ছটা থেকেই শুরু হয় পোলেরহাটের বিস্তীর্ণ প্রান্ত জুড়ে অবরোধ। শ্যামনগর থেকে বকডুবি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার মোড়ে মোড়ে গাছের গুঁড়ি ফেলে শুরু হয় রাস্তা অবরোধ। সময় যত গড়িয়েছে বেড়েছে অবরোধকারীর সংখ্যা। দশ হাজারের বেশি মানুষ তখন রাস্তায়। চলছে অবরোধ।
সেই অবরোধ ভাঙতে আশেপাশের চারটি থানা এলাকার বিরাট পুলিশ বাহিনী ঢোকে এলাকায়।পরিস্থিতি আরও ঘোরালো হয়। দুপুরের দিকে পুলিশই চারদিক দিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। গোটা এলাকা বন্‌ধের চেহারা নেয়। সব দোকানপাট বন্ধ, রাস্তা গাছের গুঁড়ি দিয়ে আটকানো। পুলিশ জনতার চক্রব্যূহেই আটকে পড়ে। আর সেই সময়েই ফের সক্রিয় হয়ে ওঠে তৃণমূলের একাংশ। পুলিশকে রক্ষা করতে মাঠে নামে তৃণমূলী দুষ্কৃতীবাহিনী। পুলিশের সামনেই তৃণমূলী বাহিনী অবরোধকারীদের দিকে প্রথমে ঢিল পরে বোমা ছোঁড়ে। পরিস্থিতি মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবরোধকারীরাও পালটা ইট ছুঁড়তে শুরু করেন। পুলিশ তখন নির্বিচারে মহিলা, পুরুষদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে। কার্যত রণক্ষেত্র তখন গোটা এলাকা। পুলিশের বাহিনীর সংখ্যাও তখন পাল্লা দিয়ে বাড়তে থাকে। বাড়তে থাকে গ্রামবাসীদের সংখ্যা। পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। একের পর এক শেল ফাটানো হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের গাড়িও ভাঙচুর শুরু করে।
এরপরেই পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায় জনতাকে লক্ষ্য করে। পুলিশের গুলিতেই জমিদাতা পরিবারের নিরীহ যুবক আলমগীর মোল্লার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ২২ বছরে আলমগীর কলেজ পড়ুয়া, এই ঘটনায় গ্রামবাসীদের ক্ষোভের মাত্র দ্বিগুণ হয়। পুলিশের গুলিতে চারজন আহত হন। তার মধ্যে মফিজুল শেখ নামে ২৪ বছরের আরও এক গ্রামবাসী যুবকের রাতে এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে রাতেই মুখ্যমন্ত্রী টুইট করেন যে মানুষ না চাইলে ওখানে বিদ্যুতের প্রকল্পের জমি অধিগ্রহণ হবে না, প্রয়োজনে প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়া হবে। যদিও পুলিশি অত্যাচার, গুলি চালানোর ঘটনায় মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বরং মুখ খুলে সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূলী মন্ত্রী রেজ্জাক মোল্লা। তাঁর কথায়, ওখানে প্রথমে সমস্যা ছিল না, পরের দিকে জমি নিতে গিয়ে এমন কিছু ঘটনা হয় যাতে মানুষের ক্ষোভ বাড়ে।

খোদ মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য এই দাবি করলেও রাজ্য প্রশাসন উলটে গ্রামবাসীদের বিরুদ্ধে যুদ্ধং দেহী মনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে, যা আসলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। 

১৮ই জানুয়ারি 

শ্যামনগর থেকে কামারবাড়ি যাওয়ার ভাঙাচোরা পিচ রাস্তায় চব্বিশ ঘণ্টা পরেও জমাট বাঁধা রক্তের দাগ স্পষ্ট। রাস্তার একেবারে মাঝবরাবরই চোখে পড়বে সেই শুকিয়ে যাওয়া তাজা রক্তের দাগ।
শুধুই কি রাস্তায়? ২২বছরের ছাত্র আলমগীর মোল্লা থেকে লরির খালাসি ২৮ বছরের মফিজুল শেখের নিথর দেহই প্রমাণ করছে পুলিশের গুলি চলেছে সামনে থেকে। একজনের লেগেছে গলায়, আরেকজনের তলপেটে। একেবারে সামনে থেকে, শরীরের পিছনের অংশে কোন আঘাত নেই। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ধারে পড়ে থাক আলমগীরের গুলিবিদ্ধ দেহ পা দিয়ে নাড়িয়ে দেখেছিল পুলিশ, গুলি খাওয়ার পরে বেঁচে নেই তো!
২২বছরে মেধাবী নিরস্ত্র ছাত্রকে কয়েক হাত দূর থেকে গলায় গুলি চালাতে হলো কেন মমতা ব্যানার্জির পুলিশবাহিনীকে? প্রশ্ন ক্রমেই তীব্র হচ্ছে।
আর উত্তর? তাও মিলেছে এদিন কামারবাড়ি থেকে টোনা, নতুনহাট, মাছিডাঙার মতো একের পর এক গ্রামে, বুধবার সকালে।
প্রায় বিধ্বস্ত, বিচ্ছিন্ন এক জনপদ। রাস্তার মোড়ে মোড়ে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধে শামিল নিতান্তই সাধারণ গরিব গ্রামবাসী, কৃষকরা। সবজি চাষের আঁতুরঘর ভাঙড়ের পোলেরহাট-২নম্বর গ্রাম পঞ্চায়েতের এই বিস্তীর্ণ এলাকা। ফুলকপি থেকে লঙ্কায় সেজে ওঠা মাঠ, সবুজ খেত ফেলে রেখে কৃষকরা রাস্তায়। মাঠের ফসল রক্ষাই যাঁদের ভুবন সেই মানুষগুলি সারা রাত গ্রাম পাহারা দিয়ে ভোরের আলো ফোটার আগেই ফের রাস্তায় কেন? কীসের তাগিদ? নির্মম পুলিশি অত্যাচারের ক্ষত পুষে রেখেই এককাট্টা হয়ে থাকা কেন?
মমতা ব্যানার্জির শাসনে পুলিশের মিথ্যা মামলা, পুলিশ দিয়ে হামলার দীর্ঘ অভিজ্ঞতার সাক্ষী এই বাংলা। কিন্তু ভাঙড়ে মানুষ সোমবার সন্ধ্যা থেকে যে দৃশ্যের সাক্ষী থেকেছে তা যেন নজিরবিহীন।
বুধবার সকালে তখন কাশীপুর থানা কয়েক কিলোমিটার দূরে শ্যামনগর মোড়ে গাছে গুঁড়ি ফেলে আটকে রাখা হয়েছে রাস্তা। পুলিশের প্রবেশ নিষেধ, জানান দিচ্ছেন গ্রামবাসীরাই। ভিড়ের মধ্যেই ছিলেন স্থানীয় বাসিন্দা আবুল কালাম। জিজ্ঞাসা করতে বলে উঠলেন, কেন তা জানতে হলে গ্রামের ভিতরে আসুন। যান নার্গিস পারভিনের কাছে।
নার্সিস পারভিনের বয়স সাড়ে তিন। ডান পায়ের দুটো আঙুল ভেঙে গেছে। রক্তের দাগ লাগা সেই পিচ রাস্তা পেরিয়েই কামারবাড়িতে নার্গিস পারভিনের বাড়িতে আসা, গোটা বাড়ি যেন ধ্বংসস্তূপ। সাড়ে তিন বছরের এই শিশুকন্যা মঙ্গলবার সকালে ঘরের সামনে উঠোনে খেলনা নিয়ে বসে খেলছিল। মমতা ব্যানার্জির পুলিশবাহিনী সাড়ে তিন বছরের নার্গিসকেও আন্দোলনকারীহিসাবেই যেন দেখেছে। সটান বাড়িতে ঢুকে প্রথমে তাঁর বাবা নুর হোসেন মোল্লাকে বেধড়ক মারধর করেছে। তারপর তার মা-কে। বাড়ির সব লোককেই মারা হয়।  দরজা, জানলা, টিভি, আলমারি ভেঙে দেওয়া হয়। তারপর চোখ পড়ে নার্গিসের ওপর। আছাড় মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। এখনও হাঁটতে পারছে না ওই শিশু।
বুধবার সকাল মুখোমুখি নার্গিস পারভিন। অব্যক্ত যন্ত্রণা, চোখে জল। আধো  আধো ভাষায় শুধু বলে উঠতে পারলো, মেরেছে কাকুরা, আমার মা কোথায় ? মা-র কাছে যাবো খিদে পেয়েছে।
নার্গিস পারভিনের মা দিনিয়ারা বিবি মঙ্গলবার সকাল থেকে এখনও নিখোঁজ। কোনো হদিশ নেই। পুলিশ ও তৃণমূলীবাহিনী বাড়ি থেকেই টানতে টানতে তুলে নিয়ে গেছে। কোথায়? এখনও পর্যন্ত ভাঙড়বাসী জানেন না। শুধু দিনিয়ারা বিবি? এই পরিবারেরই চারজন এখনও নিখোঁজ। আবদুস সামাদ ও তাঁর দুই ভাইও নিখোঁজ। আবদুস সামাদ নার্গিসের জেঠু হন। সোমবার সকাল থেকে তাঁর খোঁজ নেই। কাঁদতেই কাঁদতেই চিৎকার করছিলেন তাঁর স্ত্রী মহিমা বিবি, ‘ মরদাটকে মারতে মারতে নিয়ে গেল, আমাদের ঘর সব ভেঙে দিয়েছে , খাওয়ারও কিছু নেই। জানেন আমার দুই মেয়ে কদিন ছিল এখানে। কাল সকালে যখন পুলিশ আর কিছু মুখে কাপড় বাঁধা লোকজন ঢুকলো সেই সময় আমার দুই মেয়ে নাতনিদের নিয়ে বাথরুমে লুকিয়ে পড়েছিল। সেখান থেকেও বার করে ওঁদের মেরেছে। বাথরুম থেকে বের করেছে মেয়েদের।
জমি দখলে মমতা ব্যানার্জির পুলিশের চেহারা কী হতে পারে তার আরও শিউরে ওঠার অভিজ্ঞতা তখনও যেন বাকি ছিল। কামারবাড়ি থেকে সোজা সেই নতুনহাটের পাওয়ার গ্রিডের প্রকল্পের দিকে যত এগনো ততই যেন সেই ববর্রতার ছবি। রাস্তার দুপাশে সিংহভাগ বাড়ি ভাঙচুর হয়েছে, কল ভেঙে দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে বিস্তীর্ণ এলাকাকে অন্ধকার করেই চলেছে সেই তাণ্ডব। খামারআইট গ্রামের এক মহিলার কথায়, ‘ঘরে তখন বাচ্চা নিয়ে শুয়েছিলাম। দরজায় লাথি মেরে ঢুকে ভাঙচুর চালালো পুলিশেরবাহিনী। আমার শরীরের একাধিক জায়গায় ইচ্ছা করেই ধাক্কা মারলো পুলিশ...’, শেষ করতে পারলেন না কেঁদে ফেললেন।
এক সংখ্যালঘু মহিলা তাঁর স্বামীর সামনে দাড়িয়েই যখন এই অভিযোগ করছেন, দুপুরে তখন কলকাতায় রাজ্য গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে মুখ্যমন্ত্রীর জরুরিবৈঠক চলছে। সি আই ডি-র একটি সূত্রেই জানা গেছে, মুখ্যমন্ত্রী দুটি নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। এক,গ্রামের বহিরাগতদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে, পুরানো মামলা থাকলে তাতে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয়ত, পুলিশ নয়, বহিরাগতই গুলি চালিয়েছ সেই অবস্থানেই থাকতে হবে।
সরকার প্রশাসনের দাবি আর ভাঙড়ের বাস্তবতার আসলে যোজন ফারাক। কারা বহিরাগত? কীভাবে এত পরিকল্পিত হামলা চললো? তাও স্পষ্ট হয়েছে সেই পাওয়ার গ্রিড প্রজেক্টের মাত্র ১৫০ মিটার দূরেই। রাস্তার ওপরেই বাড়ি লোকমান মোল্লার। প্রবীণ মানুষ। সঙ্গে স্ত্রী থাকেন। ছেলে বাইরে রয়েছে। সোমবার রাতে প্রথমে সেই বাড়িতেই চড়াও হয় পুলিশ আর সঙ্গে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। বাড়িতে ভাঙচুর চালিয়ে সেই প্রবীণ দম্পতিকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। তাঁরাও এখনও নিখোঁজ। তারপর সেই বাড়িতেই ঘাঁটি গেড়ে চলে যাবতীয় অপারেশন। বাড়ির পিছনে আমবাগান। বুধবার দুপুরে সেখানেই দেখা গেল পড়ে রয়েছে পুলিশের একাধিক ইউনিফর্ম, টুপি। পুলিশের জাল আইডেনটিটি কার্ড, এমনকি ব্যাঙ্কের পাশবইওমিলেছে জিতেন্দ্র যাদব নামে উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মীর পরিচিতিপত্রও। এদিন দুপুরে তখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েক জোড়া হাওয়াই চটি, মদের বোতল আর গরম পোশাক।
আর এখানেই গ্রামবসীরা প্রশ্ন তুলছেন পুলিশের সঙ্গে তাহলে কারা ছিল? অপারেশন চালাতে আসা পুলিশকে কেন ব্যাঙ্কের পাশবই সঙ্গে আনতে হয়? কেনই বা গ্রামের একটি বাড়ি দখল করে সারা রাত সেখান থেকে অপারেশন চালাতে হলো? পুলিশের সামনে দাড়িয়ে আন্দোলনকারীদের দিকে বোমা ছুঁড়লো কারা? কেন পাওয়ার গ্রিড প্রকল্পের ভিতরে গত দশ দিন ধরে ৫২জন দুষ্কৃতীকে দেখা গেল? আগে থেকেই কি তাহলে এই অপারেশনের পরিকল্পনা ছিল? মাছিডাঙার বাসিন্দা আন্দোলনকারী আনোয়ার মোল্লার কথায়, পুলিশ নিজে গাড়ি থেকে বসেই গুলি চালিয়েছে। পুলিশের গাড়িতে ঐ সব মুখোশ পরা আরাবুলের বাহিনীও ছিল। তাঁরা লোক চিনিয়ে দিচ্ছিল। পুলিশের বন্দুক থেকেই বেরিয়েছে গুলি। আমরা পুলিশমন্ত্রীরও ইস্তফা চাই।
শহর লাগোয়া এই ভাঙড় গত সাড়ে পাঁচ বছরে বারে বারে তৃণমূলের জমি নীতির মডেল সামনে এনেছে। কখনও আরাবুল, কখনও কাইজার। আর এবার সেই ভাঙড়-২নম্বর ব্লকের পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর থেকে কামারবাড়ি, নতুনহাট থেকে খামারআইট- আট কিলোমিটার বিস্তীর্ণ এলাকা রক্তের বিনিময়ে, দুই যুবকের নিথর দেহের মূল্য দিয়েই প্রত্যক্ষ করলো তৃণমূলের সেই জমি মাফিয়াদের উগ্র লালসার চেহারা।
২০১৩ সালের প্রকল্প। জমি অধিগ্রহণহয়েছে। অথচ সিংহভাগ জমিদাতা, খেতমজুর ক্ষতিপূরণের অর্ধেকও পায়নি। আরাবুলের বাহিনীর দাপটে। রাতের অন্ধকারে স্রেফ বাইক নিয়ে জমি দিতে হবে এই হুমকি শুনিয়েই মমতা ব্যানার্জির দলীয়বাহিনী বেসরকারি সংস্থার হয়ে জমি কবজা নিয়েছে। শুধু নতুনহাটের ১৩ একর জমিই নয়, এই প্রকল্প সফল হলে পোলেরহাটের বিস্তীর্ণ কৃষিজমি ছিল তৃণমূলী জমি মাফিয়াদের পরবর্তী টার্গেট
নির্মম জমি মডেলের সেই চেহারাই বেআব্রু হয়ে ভাঙড়ে।
আর, তার বিরুদ্ধে রক্ত ঝরিয়েই এক অনির্বাণ প্রতিরোধের দিনলিপি এখন লিখছে সেই ভাঙড়ই।