20210213

তৃণমূল-বিজেপি’কে হারানোর বাস্তব পরিস্থিতি রয়েছে: সূর্য মিশ্র

 


--------------------------------------------------

পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এবারে রাজ্যে ত্রিমুখী লড়াই। কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে পরাস্ত করার বাস্তবতা রয়েছে। বিকল্প নীতি রূপায়ণ করতে হবে। সেই বিকল্প বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি দিতে পারবে। গণশক্তিকে সাক্ষাৎকারে বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। সাক্ষাৎকার নিয়েছেন প্রসূন ভট্টাচার্য।

--------------------------------------------------

প্রশ্ন: রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষিত হতে চলেছে। তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে বামফ্রন্ট ও কংগ্রেস একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি’র মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাকে সীমিত করে দেখানো হচ্ছে মিডিয়াতে। আপনি কি মনে করেন, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ওই দুই দলকে পরাস্ত করা যাবে? রাজনৈতিক পরিস্থিতিতে সেই সুযোগ রয়েছে?

সূর্য মিশ্র: অবশ্যই রয়েছে। কারণ, পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তা নিয়ত পরিবর্তনশীল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি’র মধ্যে রাজনৈতিক মেরুকরণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এই মেরুকরণের ফলে রাজ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের জনসমর্থন ১৩ শতাংশের নিচে নেমে যায়। সেই পরিস্থিতি এখন আর নেই। এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে বাধ্য। ২০১৯ সালের নির্বাচনের পরেই দেশে প্রতিষ্ঠান বিরোধিতা শুরু হতে দেখা গিয়েছে। তারপরে যত রাজ্যে নির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে অথবা অনেক কারসাজি করে কান ঘেঁষে জিতেছে। রাজস্থান, কর্ণাটক, মধ্য প্রদেশ, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারেনি। কর্ণাটক, মধ্য প্রদেশে জনতার রায়কে উলটে দিয়ে পরে সরকার দখল করেছে। বহু টাকা খরচ করে, গোদি মিডিয়াকে ব্যবহার করে প্রচার চালিয়েও বিহারে মাত্র ০.৩ শতাংশ ভোটের ব্যবধানে সরকারে এসেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে মহামারী এবং তার আগে থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার কারণে অর্থনৈতিক সঙ্কট আরও তীব্র হয়েছে। সম্পদের কেন্দ্রীভবন এবং বৈষম্য আরও বেড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলনও তীব্র হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় প্রতিবাদ দমনের চেষ্টা করছে। কিন্তু ধর্মঘট-হরতাল ও সর্বশেষ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিকে ঘিরে কৃষকদের অবস্থান-বিক্ষোভ এবং দেশ জুড়ে কৃষকদের আন্দোলন এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যা স্বাধীনতার পর কখনো দেখা যায়নি।

দ্বিতীয়ত, এরাজ্যে তৃণমূলের সরকারের জনবিচ্ছিন্নতাও বাড়ছে, সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভও বাড়ছে। ওরা প্রচুর টাকা খরচ করে যতই চেষ্টা করুক, সেটাকে চাপা দিতে পারছে না। ইলেকটোরাল বন্ডে বিজেপি’র পরে সবচেয়ে বেশি টাকা তো তৃণমূলই পেয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি’কে ১৮টি আসনে জেতানোর পরে  ‘দিদিকে বলো’ বলে তৃণমূলের সুবিধা কিছু হয়নি, তাই ‘দুয়ারে দুয়ারে’ যেতে হয়েছে এবং ‘সমাধান’ তো দূরের কথা, তৃণমূল দলটার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। এখন তো দল প্রতিদিন ভেঙে যাচ্ছে। অন্যদিকে মহামারী ও লকডাউনের সঙ্কটের সময় থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বামপন্থীরা। ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা, তাঁদের ঘরে ফেরানো, কোভিড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচার, অসহায় মানুষদের কাছে সাবান, স্যানিটাইজার, খাদ্য, ওষুধ পৌঁছে দেওয়া, কমিউনিটি কিচেন ও সবজি বাজার চালানো, হেল্পলাইন নম্বর দেওয়া, রক্তদান করা— এসবই বামপন্থীরা করেছে। এমনকী পুলিশের বাধা সত্ত্বেও করেছে। কেন্দ্রের কাছে মানুষের দাবি তুলে ধরে রাস্তায় নামায় আমাদের কলকাতার বুকে দু’বার গ্রেপ্তার করেছে এই সরকারের পুলিশ। মানুষ দেখেছেন, যারা সরকারে আছে তারা দরকারে নেই। আর যারা সরকারে নেই, তারা দরকারে আছে। কাজেই আমাদেরই দায়িত্ব মানুষকে বিকল্প দেওয়া। তার জন্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সবাইকে একজোট করে ব্যাপক একটা বিকল্প তৈরির চেষ্টা চলছে। কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা চলছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও কথা হবে। বাম সহযোগী যারা, তারাও আমাদের সঙ্গেই আছে। কাজেই লড়াই ত্রিমুখী হতে বাধ্য।

প্রশ্ন: আপনারা বিকল্প নীতির কথা বলছেন। সরকার গঠন করতে পারলে রাজ্যে কোন বিকল্প রূপায়ণ করবেন? কীসে দেওয়া হবে অগ্রাধিকার?

সূর্য মিশ্র: আমাদের বিকল্পের প্রধান কথাই হলো বেকারদের কর্মসংস্থান। এটাই প্রধান চ্যালেঞ্জ। সরকার ও আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে সমস্ত শূন্যপদ এক বছরের মধ্যে পূরণ করতে হবে। কর্মসংস্থানের মূল তিনটি ক্ষেত্র কৃষি, শিল্প ও পরিষেবায় কাজের সুযোগ বাড়াতে হবে। চাষের খরচ কমিয়ে, কৃষকের কাছে ফসলের দাম বাড়িয়ে, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে শ্রমদিবস বাড়িয়ে ও শহরে তা  সম্প্রসারিত করে কর্মসংস্থান বাড়াতে হবে। সমবায়, স্বনির্ভর গোষ্ঠী ও করোনার সময়ে সংগঠিত কমিউনিটি কিচেন, সবজি বাজার ইত্যাদি স্থানীয় উদ্যোগগুলিকে প্রসারিত করতে হবে। ২০১০ সালে পশ্চিমবঙ্গ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম ছিল। সেগুলিকে পুনরুজ্জীবিত করার কাজে অগ্রাধিকার বজায় রেখে বৃহৎ শিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকার কৃষক-শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার রক্ষার পক্ষে থাকবে। শিক্ষার সর্বস্তরে গণতন্ত্রীকরণ, ভর্তি ও ফল প্রকাশে স্বচ্ছতা ও নিয়মিত পরীক্ষা সুনিশ্চিত করার ব্যবস্থা করবে। ৬ থেকে ১৫ বছর পর্যন্ত সকলের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। সমস্ত স্তরেই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। জনস্বাস্থ্য পরিষেবা, রোগ প্রতিষেধকমূলক ব্যবস্থা, সমস্ত স্তরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো ও উৎকর্ষ বৃদ্ধির উপর জোর দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার প্রসার বর্ধিত কাজের চাহিদার অর্ধেক পূরণ করতে পারে।

তাছাড়া সপ্তম বামফ্রন্ট সরকার কোনও কেন্দ্রীয় সাহায্য ছাড়াই প্রায় ৪০ শতাংশ পরিবারকে দু’টাকা কিলো দরে চাল দেওয়ার ব্যবস্থা করেছিল। এই ব্যবস্থাকে ধাপে ধাপে বাড়িয়ে একটি নির্দিষ্ট স্তরের স্থায়ীকাজ ও আয়ের নিচে বসবাসকারী সবার জন্য গণবণ্টন ব্যবস্থাকে প্রসারিত করতে হবে। এক কথায়, সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। সবরকম সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে সরকার সহায়ক শক্তির ভূমিকা পালন করবে। নারী ও শিশু বিকাশ, আদিবাসী-তফসিলি-সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন ও ক্ষমতায়নে বামফ্রন্ট সরকারের আমলে বহুমুখী উদ্যোগগুলি যথেষ্ট ছিল না। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ও সমস্ত রকম আর্থ-সামাজিক উন্নয়নের বিচারে রাজ্যের অপেক্ষাকৃত অনগ্রসর এলাকাগুলিকে চিহ্নিত করে সুষম উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা ঢেলে সাজাতে হবে।

আমরা যে বিকল্পের কথা বলছি, তা বর্তমান বাস্তবতার উপরে দাঁড়িয়ে একটা বিকল্প ভাষ্যের নির্মাণ। এই ভাষ্য তৃণমূল-বিজেপি’র মধ্যেকার কটূক্তি ও অশালীন ভাষার সম্পূর্ণ বিপরীত। তৃণমূল এবং বিজেপি কী সর্বনাশ করেছে, তা আমরা মানুষকে নিশ্চয়ই বলব। কিন্তু আসল কথা হলো, আমরা বামফ্রন্ট সরকার থাকাকালীন কী করেছি, কেরালায় কী হচ্ছে, আরও কী কী এখানে করা যায়— এই ইতিবাচক বিষয়গুলিই মানুষকে বলতে হবে, এগুলিই আমাদের বিকল্প। আমরা সরকারে থাকি বা না থাকি, এই বিকল্পের জন্যই লড়াই করি— এটাই আমাদের কাছে মুখ্য। এই বিকল্প নিয়ে আমরাই শেষ কথা বলার অধিকারী নই। মত বিনিময়ের মধ্য দিয়ে মতৈক্যে পৌঁছাতে হবে এবং প্রয়োগে তা পরীক্ষিত হবে।

প্রশ্ন: গত দশ বছরে রাজ্যের ঋণভার যেভাবে বেড়েছে এবং শিল্পায়ন না হওয়ার ফলে রাজ্যের রাজস্ব সংগ্রহের সুযোগ যেভাবে কমেছে, তাতে অনেকেই রাজ্যের অর্থনৈতিক হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন সরকার গঠন করলে এই পরিস্থিতি সামাল দেবেন কীভাবে?

মিশ্র: এটা বিকল্প রূপায়ণের জন্য সম্পদ সংগ্রহ ও ব্যবস্থাপনার বিষয়। জনগণের দুর্দশা কমানোর জন্য আমরা যে বিকল্পের কথা বলছি, তার জন্য অবশ্যই সম্পদ সংগ্রহ করতে হবে। জিএসটি থাকায় রাজ্যের সরকারের এখন সম্পদ সংগ্রহের সুযোগ কম, এই সীমাবদ্ধতা সত্ত্বেও এটা করা সম্ভব। কিন্তু রাজ্যের বেহাল অর্থনৈতিক দশা কাটানোর জন্য প্রথমেই বিজ্ঞাপনী প্রচার ও অপ্রয়োজনীয় ব্যয়, যা বর্তমান সরকার করে চলেছে, তা বন্ধ করতে হবে। দুর্নীতির কারণে যে পরিমাণ অর্থ লুট হয়ে যাচ্ছে, তাও বন্ধ করতে হবে। তাছাড়া আমাদের স্থানীয় পরিষেবা ও উন্নয়নের জন্য স্থানীয় বিনিয়োগে গুরুত্ব দিতে হবে। রাজ্য সরকার একটি নিগম গঠন করে জনসাধারণের কাছ থেকে ঋণ নিয়ে সমবায় এবং পঞ্চায়েত ক্ষেত্রের ছোট উদ্যোগে বিনিয়োগ করতে পারবে। এমন হলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ অনেক বাড়ানো সম্ভব হবে। অতীতে আমরা ক্ষুদ্র সঞ্চয়ে দেশের মধ্যে প্রথম ছিলাম এবং এক্ষেত্রে অতিরিক্ত যা সঞ্চয় হতো, তা রাজ্যের ঘাড়ে ঋণ হিসাবে চাপিয়ে দেওয়া হতো। আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সমবায় ব্যাঙ্ক ঋণের সঙ্গে যুক্ত করে মাইক্রো এন্টারপ্রাইজ হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছিলাম। এখন স্বনির্ভর গোষ্ঠীগুলির স্বনির্ভরতা চলে গিয়েছে। আমরা যদি রাজ্যের একটি ব্যাঙ্ক তৈরি করতে পারি, তাহলে রাজ্যের উন্নয়নে ব্যাঙ্কগুলির ঋণদানে যে অনীহা, ক্রেডিট ডিপোজিট রেশিও-তে রাজ্যের প্রতি যে বঞ্চনা, তার অনেকটা সুরাহা হতে পারে। এ ছাড়াও বিত্তশালীদের থেকে সম্পদ সংগ্রহের জন্য কিছু উদ্ভাবনী প্রক্রিয়া প্রয়োগ করার চেষ্টা করা যেতে পারে।

প্রশ্ন: শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বামপন্থীরা বারবার উদ্বেগ প্রকাশ করে থাকে যে, রাজ্যে গত দশ বছরে সামাজিক ক্ষেত্রে গুরুতর অবক্ষয় ঘটেছে। দুষ্কৃতী দাপটে আইন-শৃঙ্খলার অবনতি এবং নারীদের নিরাপত্তার অভাব তো আছেই। সেই সঙ্গে ধর্ম, জাত ও ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে পরিচিতিবোধের কারণে সম্প্রীতি ও ঐক্যবোধ ধাক্কা খেয়েছে। এগুলিকে সামাল দিয়ে বাংলাকে তার মূল ঐতিহ্যের ধারায় আবার ফিরিয়ে আনা কি সম্ভব হবে? 

মিশ্র: জ্যোতি বসুর সেই কথাটাই বারে বারে মনে পড়ে। উনি বলেছিলেন, ‘সরকার না চাইলে দাঙ্গা হয় না’অর্থাৎ সরকারের রাজনৈতিক সদিচ্ছাই আসল কথা। সদিচ্ছা থাকলে এমনকী আইনেরও সবসময় প্রয়োজন হয় না। গত দশ বছরেও রাজ্যে এটাই প্রমাণিত হয়েছে যে, সরকারের সদিচ্ছা নেই। রাজ্যের শাসক দল সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এসেছে, বাড়তে দিয়েছে, মানুষের মধ্যে ধর্ম-জাতি-ভাষার ভিত্তিতে বহুমাত্রিক মেরুকরণ করেছে। এসবের ফলে বাংলার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সংস্কৃতির নিঃসন্দেহে ক্ষতি হয়েছে। মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম সেই জন্যই চালাতে হবে। সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের এব্যাপারে বিশেষ ভূমিকা নিশ্চয়ই আছে। কিন্তু বর্তমান সরকার শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিজস্ব স্বাধীন সত্ত্বাকে খর্ব করেছে, কিনে নেওয়ার মানসিকতায় দখলদারি করেছে। সংস্কৃতি জগতে সেই পরিবেশ ও পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, যাতে শিল্পীদের সরকার নির্ভর হয়ে থাকতে হবে না। এমনকী লোকশিল্পীরাও যেন স্বাধীন সত্ত্বা বজায় রেখে তাঁদের নিজস্ব সংস্কৃতি প্রচার করতে পারেন এবং সেভাবেই জীবনযাপন করতে পারেন। তাঁকে সরকারি প্রচার তথা শাসক দলের প্রচারের জন্য জীবন ব্যয়িত করতে হবে না। আইন-শৃঙ্খলার অবনতির জন্য এরাজ্যের শাসক দলের সঙ্গে দুষ্কৃতীযোগ ও দুষ্কৃতী নির্ভরতা নিঃসন্দেহে বড় কারণ। সেই কারণেই মহিলারা আক্রান্ত হলেও অপরাধীরা সাজা পায় না, শাসক দলের ছত্রছায়ায় থাকায় পুলিশ প্রশাসন তাদের ছোঁয় না। এই পরিস্থিতির বদল ঘটানোর জন্য আমরা পুলিশ প্রশাসন যাতে স্বাধীনভাবে আইন অনুসারে কাজ করতে পারে, তা নিশ্চিত করব। সদিচ্ছা থাকলে তা করা সম্ভব। বর্তমান সরকারের আমলে যে অফিসাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তাঁরা অনেকেই বামফ্রন্ট সরকারের সময়কালে স্বাধীনভাবে কাজ করেছেন এবং বামফ্রন্ট সরকার তাঁদের সম্মানের সঙ্গে কাজ করতে দিয়েছে। বামপন্থীদের কোনও লোক অন্যায় করলেও পার পায় না, এটা তখন অনেকবার দেখা গিয়েছে। দলদাসের পরিবর্তে প্রশাসনকে দলনিরপেক্ষ করাটাও বিকল্প।

প্রশ্ন: প্রতিহিংসার মনোভাব নিয়েই তৃণমূল সরকার অনেকগুলি তদন্ত কমিশন গঠন করেছিল পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে। সেই সব তদন্তে কিছুই যে প্রমাণিত হয়নি, তা আমরা জানি। কিন্তু বর্তমান সরকারের সময়কালের দুর্নীতিগুলো দিনের আলোর মতো স্পষ্ট। দুর্নীতি বন্ধ করার জন্য আপনাদের সরকার তৈরি হলে কী ধরনের পদক্ষেপ নেবে?

মিশ্র: তৃণমূল সরকার গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করতে বিরোধীদের অধিকার কেড়ে নিয়েছে, প্রতিবাদীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, জেলে পুরেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিজেপি সরকার সারা দেশে বিরোধী কণ্ঠস্বর দমন করতে যে ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে এনেছে, তার আগে থেকেই এরাজ্যের সরকারি ক্ষমতাকে যথাসম্ভব ব্যবহার করে তৃণমূল সরকার সেই কাজ করছে। সরকার পরিবর্তন হলে আমাদের প্রথমেই গণতন্ত্র ফিরিয়ে আনার বন্দোবস্ত করতে হবে। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকার আসার মতোই আমাদেরও মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেব, রাজনৈতিকভাবে বিরোধী বলে যাঁদের বন্দি করা হয়েছে, তাঁদের মুক্তি দেব। একদম পঞ্চায়েত ও পৌরসভা পর্যন্ত বিরোধীদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। দুর্নীতি রুখতে হলে, সততা ফিরিয়ে আনতে হলে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, প্রশাসনের সক্ষমতা ও সংবেদনশীলতা ফিরিয়ে আনতে হবে। আমরা মনে করি, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন, রাজ্যের নির্বাচন কমিশন ইত্যাদি সব কমিশনগুলিকে তাদের স্বাধীনতা সহ সক্রিয় করে তুলতে হবে। রাজনৈতিক প্রশাসনিক শীর্ষস্তরে দুর্নীতি ঠেকাতে বামফ্রন্ট সরকার থাকাকালীন লোকায়ুক্ত তৈরি করা হয়েছিল, তারপরে তাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। লোকায়ুক্তকে সক্রিয় করে তুলতে হবে। তবে দুর্নীতি রুখতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় নজরদারি। তার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণকে প্রকৃত অর্থে কার্যকরী করে জনগণের অংশগ্রহণকে বাস্তবায়িত করতে হবে। জনগণের চেয়ে ভালো নজরদারি কেউ করতে পারে না।

প্রশ্ন: আপনি যে বিকল্প রূপায়ণের কথা বলছেন এবং তার জন্য বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বিকল্পের শক্তিকে একত্রিত করছেন, নির্বাচনে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে কী হবে? ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় যদি বিধানসভায় ত্রিশঙ্কু পরিস্থিতি হয় তাহলে?

মিশ্র: আমাদের আশঙ্কা, তেমন পরিস্থিতি হলে ক্ষমতা ধরে রাখতে বিজেপি এবং তৃণমূল প্রকাশ্যেই একজোট হয়ে বসবে। ওরা যতই পরস্পরের বিরুদ্ধে কটূক্তি করুক, পরস্পর বোঝাপড়া করেই চলে। প্রধানমন্ত্রী কেন্দ্রে ও রাজ্যে বিজেপি’র শাসন চেয়ে ডবল ইঞ্জিনের কথা বলে গিয়েছেন। আসলে ডবল ইঞ্জিন তো এখনই আছে, ওঁর লোকই তো রাজ্যে বসে থেকে সরকার চালাচ্ছে। যদি নির্বাচনের পরে বিকল্পকে ঠেকাতে ওরা প্রকাশ্যেই এক ইঞ্জিনে উঠে বসে, তবে সেটা রাজ্যের পক্ষে আরও বিপজ্জনক হবে। তাই তৃণমূল ও বিজেপি’কে এমন জায়গায় নামাতে হবে, যাতে কোনোভাবেই ওরা সরকার গঠন করতে না পারে। এই বাস্তবতা আছে এবং সেই জন্যই ব্যাপক মানুষের সমর্থনকে বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে সমবেত করতে হবে।

=================

*তৃণমূল-বিজেপি’কে পরাস্ত করার বাস্তব সম্ভাবনা রয়েছে।

*তৃণমূল ও বিজেপি’কে এমন জায়গায় নামাতে হবে, যাতে কোনোভাবেই ওরা সরকার গঠন করতে না পারে।

*আমাদের বিকল্পের প্রধান কথাই হলো বেকারদের কর্মসংস্থান।

*অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুনরুজ্জীবিত করার কাজে অগ্রাধিকার বজায় রেখে বৃহৎ শিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা।

*সমস্ত স্তরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা।

*গণতন্ত্র ফিরিয়ে আনা।

*দলনিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা।

=================

 

গণশক্তি, ১১ ফেব্রুয়ারি, ২০২১

 

 

 

No comments:

Post a Comment