20160331

পশ্চিমবঙ্গের মানুষের সামনে বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বিকল্প কর্মসূচী


§  গণতন্ত্র পুনরুদ্ধার ও ধর্মনিরপেক্ষতার নীতি অনুসরণ
§  সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ পিছিয়ে পড়া মানুষের স্বার্থ রক্ষা
§  নারী সমাজের নিরাপত্তার ওপর বিশেষ নজর সমাজবিরোধী কার্যকলাপ রোধে কঠোর পদক্ষেপ
§  কৃষি উৎপাদনের সাফল্যকে আরো সংহত করা ও ভূমিসংস্কারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা
§  উৎপাদিত ফসলের লাভজনক দাম পাওয়ার ব্যবস্থা ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের কাছ থেকে সরকারের প্রয়োজনমত ফসল ক্রয় করা
§  ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামীণ জনগণ বিশেষত গরিবদের প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা
§  নগরায়নের পরিকল্পিত উদ্যোগ  নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের আবাসনের জন্য সরকারি উদ্যোগ বাড়ানো সরকারি পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন বস্তিবাসীদের বাসস্থানের নিরাপত্তা
§  খাদ্য সুরক্ষার ওপর গুরুত্ব ও সার্বজনীন রেশন গরিবদের জন্য ২ টাকা কেজি চাল বা আটা সপ্তাহে ৩৫ কেজি করে প্রতি পরিবারে সরবরাহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজার থেকে কম দামে সরবরাহ সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা
§  শ্রমিকদের ন্যূনতম মজুরি পনেরো হাজার টাকা নিশ্চিত করা বন্ধ কারখানার শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা ভাতা ও সস্তায় রেশন বন্ধ চটকল এবং চা-বাগান শ্রমিকদের সমস্যা সমাধানে বিশেষ নজর
§  ছোট ও মাঝারি শিল্পের ওপর গুরুত্ব বৃহৎ শিল্প গড়ার উদ্যোগ তথ্য, জৈবপ্রযুক্তি এবং কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনাগুলির সদ্ব্যবহারকৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, ম্যানুফ্যাকচারিং শিল্পসহ ইস্পাত, অটোমোবাইল, পেট্রোকেম, বিদ্যুৎ, সিমেন্ট, চামড়া, বস্ত্রশিল্প স্থাপনের উদ্যোগ
§  বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ প্রয়োগ সমাজের সর্বস্তরে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলাজীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জোর
§  বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি গরিব অংশের মানুষের জন্য বিদ্যুতের দামে ভরতুকি
§  শিক্ষাক্ষেত্রে বাজেটের অন্তত ২০ শতাংশ বরাদ্দ নিরক্ষরতা নির্মূল করা শিক্ষায়তনে গণতন্ত্র শিক্ষায় বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা ভর্তির পদ্ধতি স্বচ্ছ করা শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ স্বচ্ছতা বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শূন্যপদ পূরণ মাদ্রাসা শিক্ষাকে আরো সুসংহত, উন্নত ও প্রসারিত করা বৃত্তিমূলক, কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর জোর সমস্ত অস্থায়ী শিক্ষকদের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি ছাত্র সংসদগুলির নিয়মিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন
§  স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত করা ও ওষুধের দাম যথাসম্ভব নিয়ন্ত্রণ
§  রাজ্য প্রশাসন দায়বদ্ধ ও সংবেদনশীল করা হবে অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে
§  পরিকল্পনা পর্ষদকে আরো কার্যকর করা বাংলা ভাষাকে প্রশাসনের সর্বক্ষেত্রে উৎসাহিত করার পাশাপাশি হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা
§  বেআইনী চিট ফান্ডগুলির দাপট রোখা চিট ফান্ডের কর্মকর্তা ও তাদের সহযোগীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা জনগণের টাকা ফেরত দেওয়া

§  কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম জারি থাকবে রাজ্যগুলির সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে রাজ্য সরকার সতর্ক থাকবে কেন্দ্রের সংগৃহীত মোট রাজস্বের ৫০ শতাংশ রাজ্যকে দিতে হবে নদীভাঙন, বন্দরের নাব্যতা রক্ষায়, দার্জিলিঙের পার্বত্য এলাকায় পুঁজি বিনিয়োগে কেন্দ্রের ভরতুকির জন্য প্রয়াস উদ্বাস্তুদের পুনর্বাসনে কেন্দ্রের কাছে সাহায্যের দাবি

No comments:

Post a Comment