20160905

যে যে দাবিতে ২রা সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে


(১) অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে সর্বজনীন গণবন্টন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খাদ্যদ্রব্যের বাজারে ফাটকাবাজি ব্যবসা বন্ধ করতে হবে।

(২) সীমাহীন বেকারী রোধ করে সকলের জন্য কর্মসংস্থান করতে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

(৩) সমস্ত মুখ্য শ্রম আইনগুলি কঠোরভাবে প্রয়োগ করে শ্রমিকের অধিকারের আইনানুগ মান্যতা দিতে হবে। মালিকদের কোন রকম ছাড় দেওয়া যাবে না। যে মালিক শ্রম আইন ভঙ্গ করবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে।

(৪) সর্বজনীন সামাজিক সুরক্ষা দিতে হবে সমস্ত শ্রমিক-কর্মচারীকে

(৫) মূল্যসূচকের সাথে পরিবর্তন সাপেক্ষে ১৮,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতন দিতে হবে।

(৬) সমস্ত শ্রমজীবী মানুষের জন্য প্রতি মাসে ন্যুনতম ৩,০০০টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে।

(৭) কেন্দ্র ও রাজ্য সরকার পরিচালিত সংস্থাগুলির বিলগ্নীকরণ এবং উদ্দেশ্যমূলক পরিকল্পিতভাবে শেয়ার বিক্রি বন্ধ কর।

(৮) স্থায়ী ও স্থায়ী ধরণের কাজে ঠিকাপ্রথা বন্ধ করতে হবে এবং সমকাজে সমবেতনের ভিত্তিতে সকল ঠিকা শ্রমিককে স্থায়ী কর্মীদের সমান মজুরি ও অন্যান্য সুবিধা দিতে হবে।

(৯) বোনাস, ই এস আই, প্রভিডেন্ট ফান্ড আইনের যোগ্যতা সীমা প্রত্যাহার করতে হবে। গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

(১০) আবেদনের ৪৫দিনের মধ্যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে হবে। আই এল ও কনভেনশন নং ৮৭ ও ৯৮ ভারত সরকারকে মান্যতা দিতে হবে।

(১১) শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকের অধিকার হরণ করে মধ্যযুগীয় দাসপ্রথা প্রচলনের চক্রান্ত বন্ধ কর।

(১২) রেল, বীমা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সরাসরি বিদেশী পুঁজি বিনিয়োগ বন্ধ কর।

রাজ্যের ২দফা দাবি
(১৩) বন্ধ কারখানা খুলতে হবে এবং রুগ্‌ণ কারখানা পুনরুজ্জীবিত করতে হবে।
(১৪) কলকাতা ও হলদিয়া বন্দরের পুনরুজ্জীবন করতে হবে।

***** আপনি কি এই দাবিগুলি সমর্থন করেন?

তাহলে আসুন। ২রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল ও সর্বাত্মক করতে এই দাবিগুলির সমর্থনে ব্যাপক প্রচার করুন, ধর্মঘটে শামিল হোন।   

No comments:

Post a Comment