20160905

বন্‌ধ ও অবরোধ: তৃণমূলের কলঙ্কময় ইতিহাস

২০০৬ বিধানসভা নির্বাচনের পর থেকে ২০০৯ লোকসভা নির্বাচনের আগে  পর্যন্ত রাজ্যসহ বিভিন্ন স্তরে ১৭টা বন্‌ধ ডেকেছিল তৃণমূল

২০০৬, ৩০শে নভেম্বর : বিধানসভা ভাঙচুর, কলকাতায় অবরোধ, বাস ভাঙচুর

২০০৬, ১লা ডিসেম্বর : বন্‌ধ
         ২রা ডিসেম্বর : ট্রেন অবরোধ , হামলা
         ৫ই ডিসেম্বর : এস ইউ সি-নকশাল বন্‌ধ - তৃণমূলের সমর্থন
         ৬ই ডিসেম্বর : রাজ্যে ২ ঘন্টার জন্য রাস্তা ও রেল অবরোধ

২০০৬, ২১শে ও ২২শে ডিসেম্বর: ৪৮ ঘন্টা বন্‌ধ ডেকেছিল, যদিও ২০শে ডিসেম্বর রাতে  প্রত্যাহার  করে  নেয়         
        
২০০৭, ১৬ই মার্চ: তৃণমূলের বাংলা বন্‌ধ

২০০৭, ১২ই নভেম্বর : কংগ্রেস-তৃণমূল কংগ্রেস ও বি জে পি সকলে মিলে বন্‌ধ ডাকে, গোটা রাজ্যে হামলা হয়েছিল

২০০৭  ও ২০০৮ সালে
·       ধর্মতলায় অনশনের (!) নামে ২৬দিন মেট্রো চ্যানেল অবরোধ
·       সিঙ্গুরে মোটরগাড়ি কারখানা তুলে দেওয়ার জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ১৭ দিন ধরে অবস্থান-অবরোধ
·       শুধু কলকাতায় বিভিন্ন কারণে ৩২বার রাস্তা অবরোধ
·       কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলীতে ২৮ বার রেল অবরোধ
·       সারা রাজ্যে ১ ঘন্টার জন্য ২বার রেল অবরোধ
·       ১২টা ১২ ঘন্টার (পরে কমে ১০ ঘন্টা) বাংলা বনধ
·       কলকাতায় ৫৪টা সরকারী বাসে ভাঙচুর, রাস্তা অবরোধ
·       কলকাতায় ২৬ টা সরকারী বাস পোড়ানো, রাস্তা অবরোধ

এছাড়া, তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ২০০৯সালের ৩রা জানুয়ারি সারারাত রাস্তা অবরোধ, ডব্লিউ বি আই ডি সি অফিস ভাঙচুর, বিভিন্ন সরকারী অফিসে, থানা ভাঙচুর।

vএছাড়া জেলাভিত্তিক বা স্থানীয় স্তরে অসংখ্য বন্‌ধ করেছে তৃণমূল। অবরোধ, সরকারী অফিস-কাছারি ভাঙচুর, থানায় হামলা, বাস পোড়ানো ছিল তৃণমূলের নৈত্যনিমিত্তিক ঘটনা। সরকারে আসার পরেও নানা জায়গায়, বিশেষ করে কলেজ, বিশ্ববিদ‌্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েই যাচ্ছে তৃণমূলীরা, এক্ষেত্রে সরাসরি পুলিস প্রশাসনের মদত পাচ্ছে। 


No comments:

Post a Comment